Saving Tips: মোটা বেতন পেয়েও সঞ্চল শূন্য? জেনে নিন কীভাব জমবে টাকা, রইল ১ লক্ষ টাকার জমানোর টিপস

Published : Aug 07, 2025, 12:13 PM IST

চাকরির পর প্রথম ১ লক্ষ টাকা জমানোর জন্য বাজেট তৈরি, অপ্রয়োজনীয় খরচ কমানো, ঋণ এড়িয়ে চলা, বিনিয়োগ এবং সঠিক কেনাকাটার অভ্যাস গড়ে তোলা জরুরি। এই টিপসগুলি অনুসরণ করে সহজেই সঞ্চয়ের লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

PREV
15

পড়াশোনা শেষে দীর্ঘ পরিশ্রমের পর মেলে চাকরি। আর সেই চাকরি ধরে রাখতেও রোজ চলে পরিশ্রম। এদিকে মাস মিলছে মোটা মাইনে। কিন্তু মাসের শেষ কোনও সঞ্চয়ই নেই। এমনই হাল সকলের। আজ রইল বিশেষ টিপস। জেনে নিন চাকরিতে ঢোকার পর প্রথম ১ লক্ষ টাকা জমাবেন কী করে।

25

বাজেট তৈরি করুন

মাসের শুরুতে বাজেট তৈরি করে নিন। প্রতি মাসে আপনার কোন খাতে কী খরচ করেন সেই অনুসারে তালিকা তৈরি করে নিন। এবার সেই বুঝে খরচ করুন। তেমনই একটি জরুরি তহবিল তৈরি করে নিন। সেই খাতে অল্প করে টাকা রাখুন। তাহলে হঠাৎ দরকারে সুবিধা হবে।

35

খরচ কমান

ঋণ এড়িয়ে চলুন সবার আগে। চাকরির শুরুতেই ঋণ নেবেন না। এতে সঞ্চয়ের ওপর প্রভাব পড়বে। ঋণ এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। চাকরির শুরুতে সঞ্চয়ের দিকে নজর দিন। এই সময় অপ্রয়োজনীয় জিনিস যতটা পারবেন কম কিনুন। তা না হলে সমস্যা

45

বিনিয়োগ প্রকল্প

টাকা সঞ্চয় করতে চাইলে কোনও খাতে বিনিয়োগ করুন। বর্তমানে বিভিন্ন ভাবে টাকা সঞ্চয় করা সম্ভব। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে স্কিম কিনতে পারেন। কিংবা কোনও ইনেভসমেন্ট পলিসি নিতে পারে। সঠিক পদ্ধতি নির্বাচন করুন। কিংবা কোনও মাসিক সঞ্চয় স্কিমে টাকা দিতে পারবেন। তেমনই মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার, ফিক্সড ডিপোজিটে টাকা দিতে পারেন।

55

অন্যান্য টিপস

যে কোনও জিনিস কেনার আগে তার দাম পরীক্ষা করে নিন। অনেকেই এই কাজ করেন না। এতে খরচ বেশি হয়। তেমনই আবার যদি যে কোনও জিনিস কেনা আগে তার বাজেট তৈরি করে নেন। সেক্ষেত্রে খরচ কম হবে। তাই সব সময় সঞ্চয়কে অগ্রাধিকার দিন। টাকা সঞ্চয় করতে চাইলে নিজের আচরণে পরিবর্তন আনা প্রয়োজন। এরই সঙ্গে ক্রেডিট কার্ড যথাসম্ভব কম ব্যবহার করবেন।

Read more Photos on
click me!

Recommended Stories