Bank News: বিরাট খবর! অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৫০ হাজার, না-হলে কাটা হবে জরিমানা

Published : Aug 09, 2025, 06:13 PM IST

ব্যাঙ্ক নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বাড়িয়েছে। শহরাঞ্চলে ৫০ হাজার, শহরতলি ও মফস্বলে ২৫ হাজার এবং গ্রামাঞ্চলে ১০ হাজার টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। এই নিয়ম ১ অগাস্ট থেকে কার্যকর হবে।

PREV
15

নতুন নিয়ম

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম গড় টাকার পরিমাণ বাড়িয়ে দিল ব্যাঙ্ক। এক ধাক্কায় ন্যূনতম ব্যালেন্স ৫০ হাজার করা হল। এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এই নিয়ম কার্যকর হবে ১ অগাস্ট থেকে। জানানো হল এমনটাই। আর ন্যূনতম ব্যালেন্স ৫০ হাজার টাকা না রাখলে দিতে হবে জরিমানা।

25

নয়া বিজ্ঞপ্তি

সদ্য ব্যাঙ্কের ওয়েহসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে। শহরের কোনও ব্রাঞ্চে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনাকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৫০ হাজার। আজ আপনি শহরতলি বা মফস্বলের বাসিন্দা হলে আপনাকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ২৫ হাজার। অন্যথায় কাটা হবে জরিমানা। গ্রামাঞ্চলের মানুষদের রাখতে হবে ১০ হাজার টাকা।

35

কাদের জন্য নিয়ম?

তবে, যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন একমাত্র তাদের জন্য প্রযোজ্য এই নিয়ম। এই নিয়ম জারি করল আইসিআইসিআই ব্যাঙ্ক। তাদের ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৫০ হাজার। শহরতলি বা মফস্বলের বাসিন্দা হলে ২৫ হাজার। গ্রামাঞ্চলের মানুষদের রাখতে হবে ১০ হাজার টাকা।

45

পুরনো গ্রাহক

তবে, পুরনো গ্রাহক যারা তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা। তাদের ন্যূনতম ব্যালেন্স ৫ হাজার টাকাই থাকছে। তা না রাখলে দিতে হবে জরিমানা। ন্যূনতম ব্যালেন্সের চেয়ে যত টাকা কম থাকবে তার ওপর ৫ শতাংশ করে চার্জ কাটা হবে।

55

অন্যান্য ব্যাঙ্কের রীতি

সাধারণও অন্যান্য ব্যাঙ্কে ২ থেকে ১০ হাজারের মধ্যে ঘোরা ফেরা করে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ। সেই সঙ্গে এসবিআই-তে এই রীতি তুলে দেওয়া হয়েছে। এরই মাঝে icici ব্যাঙ্ক নিল নয়া সিদ্ধান্ত।

Read more Photos on
click me!

Recommended Stories