আইডিবিআই ব্যাঙ্কের মালিকানা বদল হতে চলেছে। কেন্দ্রীয় সরকার ও জীবন বিমা কর্পোরেশন তাদের ৬০.৭২% অংশীদারিত্ব বিক্রি করবে। এর ফলে গ্রাহকদের অ্যাকাউন্টে কোন প্রভাব না পড়লেও ব্যাঙ্কের নীতিগত পরিবর্তন আসতে পারে।
হাতবদল হচ্ছে মালিকানা। বিক্রি হয়ে যাচ্ছে দেশের আরও একটি ব্যাঙ্ক। প্রকাশ্যে এমনই তথ্য। এবার কী হবে ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহকদের?
210
বেশ কিছু কারণে এক নামী ব্যাঙ্কের মালিকানা বদল হতে চলেছে। ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি হবে শীঘ্রই।
310
সরকারি সূত্রে খবর, আইডিবিআই ব্যাঙ্ক বিক্রি হতে চলেছে। এই ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি হবে। ইতিমধ্যে ইন্টার মিনিস্টেরিয়াল গ্রুপ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে শেয়ার কেনা-বেচার চুক্তি নিয়ে।
৪০ থেকে ৫০ হাজার কোটি টাকায় এই অংশীদারিত্ব বিক্রি হতে পারে বলে খবর। তবে, আপাতত সঠিক ভাবে জানা যায়নি নতুন মালিকের প্রসঙ্গে।
710
এদিকে কেন্দ্রীয় সরকার ও জীবন বিমা কর্পোরেশন আইডিবিআই ব্যাঙ্কের ৯৫ শতাংশ অংশীদাবিত্বের মালিক। যার মধ্যএ ৬০.৭২ শতাংশ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হয়েছে।
810
এখন প্রশ্ন কী প্রভাব পড়বে গ্রাহকদের ওপর? ব্যাঙ্কের অংশীদারিত্ব বদল হলেও গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে?
910
না কখনোই মালিক বদলের কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট বদল হয় না। কিংবা তারে সঞ্চিত টাকার ওপর প্রভাব পড়ে না। তবে ব্যাঙ্কের নীতিতে আসবে পরিবর্তন। যার জেরে গ্রাহকদের লাভ হতে পারে বা ক্ষতিও হতে পারে।
1010
ব্যাঙ্কের সুদের হার বাড়তে পারে, যার জেরে গ্রাহকদের খরচ আরও বাড়বে। এমনই আশঙ্কা করছেন অনেকে।