হাতে মাত্র ১৫ হাজার থাকলেই হবে! সহজেই রোজগার করুন মোটা টাকা, রইল টিপস

Published : Mar 04, 2025, 03:03 PM IST

গোটা দেশেই স্টার্ট আপ ব্যবসাতে জোয়ার এসেছে।

PREV
115
বর্তমানে স্টার্ট আপ ব্যবসায় ক্রমশই আগ্রহ বাড়ছে

অনেকেই ঝুঁকি নিয়ে নতুন কিছু শুরু করতে চাইছেন।

215
আবার এমনও অনেকে আছেন, যারা চাকরির সঙ্গে বাড়তি রোজগারের আশায় ব্যাবসা শুরু করার কথা ভাবছেন

তাই এই বিষয়টির দুটো আঙ্গিক রয়েছে। 

415
তার আগে বাজার বিশ্লেষণ বা মার্কেট অ্যানালিসিস করাটাও জরুরি

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, কোন ধরনের প্রোডাক্টের বেশি চাহিদা রয়েছে এবং কী কী ধরণের সার্ভিস গ্রাহকরা পেতে চাইছেন? 

515
সবার প্রথমে এই বিষয়গুলির দিকে নজর দিতে হবে

কারণ, আজকালকার দিনে অল্প টাকা দিয়েই ব্যবসা শুরু করা যায়। 

615
বিশাল পুঁজির অনেকক্ষেত্রেই কোনও দরকার পড়ে না

এক্ষেত্রে হাতে মাত্র ১৫ হাজার টাকা থাকলেই হবে। 

715
দোকান কিংবা কোনওরকম স্টোরও খুলতে হবে না

অ্যামাজন, ফ্লিপকার্ট অথবা মিশো-র মতো ই-কমার্স প্ল্যাটফর্ম তো রয়েছেই।

815
এই প্ল্যাটফর্মগুলিকে দোকানের মতো ব্যবহার করে জিনিস বিক্রি শুরু করতে পারেন যে কেউ

অল্প পুঁজিতে ব্যবসা শুরুর করার এই দুটোই সবচেয়ে সহজ পন্থা। অবশ্য বিশেষ কোনও স্কিল বা দক্ষতা থাকলে আবার পুঁজিরও দরকার নেই। 

915
সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংও শুরু করা যায়

শুধু নিজের ব্যবসাকে সঠিকভাবে তুলে ধরতে হবে। 

1015
স্টাইলিশ চেয়ার, আসবাব এবং ফ্যাশন অ্যাকসেসারিজেরও বিপুল চাহিদা রয়েছে বাজারে

সেইসঙ্গে, আচার, পাঁপড় এইসবেরও চাহিদা তুঙ্গে। ১৫ হাজার টাকা দিয়ে এইসব ব্যবসাতেও নামা যায়।

1115
অপরদিকে আবার স্মার্টফোনের যুগে মোবাইল রিপেয়ারিংয়ের ব্যবসাও দারুণ লাভজনক হতে পারে

তবে তার জন্য উপযুক্ত ট্রেনিং দরকার। কারণ, কাজ শেখাটা জরুরি।

1215
অনেকে আবার বাড়িতে বাগান করেন

ছাদের ফুল এবং সবজির চাষও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে আজকাল। তবে সেইজন্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার। সেইসবও আবার অনলাইনে বিক্রি করা যেতে পারে।

1315
কারণ, সবসময়ই খাবারদাবারের চাহিদা থাকে

অনলাইনে রেস্তোরাঁও খুলে ফেলা যায়। মানে ক্লাউড কিচেন। অর্থাৎ, অনলাইনে বা ফোনে অর্ডার নিয়ে সেইমতো রান্না করে ডেলিভারি করে দিতে হবে।

1415
শুধু তাই নয়, অল্প পুঁজিতে কমন সার্ভিস সেন্টার চালু করা যায়

সাধারণ মানুষের চাহিদা মতো আধার, প্যান বা সরকারি প্রকল্পের কাজ করে দিতে হবে। 

1515
এতেও মাসে মোটা টাকা রোজগারের সম্ভাবনা রয়েছে

তবে যে কোনও ব্যবসা শুরুর আগে অবশ্যই একবার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নেওয়া জরুরি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories