একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই কেটে নেওয়া হবে কড়কড়ে ১০ হাজার টাকা! অন্যথায় যেতে হতে পারে থানায়?

Published : Mar 24, 2025, 12:23 PM IST

একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই কেটে নেওয়া হবে কড়কড়ে ১০ হাজার টাকা! অন্যথায় যেতে হতে পারে থানায়?

PREV
18

একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই দিতে হবে মোটা টাকা জরিমানা। এবার কড়া নিয়ম জারি করল RBI।

28

আর রাখা যাবে না এর বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একই ব্যক্তির নামে আর একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা যাবে না বলে জানিয়েছে আরবিআই! কত টাকা জরিমানা হতে পারে জানেন?

48

ঠিক কী নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক? RBI বলেছে এক ব্যক্তির নামে যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি কোনও ভুয়ো লেনদেন পাওয়া যায় তাহলে অবশ্যই মোটা টাকা জরিমানা দিতে হবে।

58

যাতে স্ক্যাম ও চুরি কমে যায় তাই এমন সিদ্ধান্ত নিয়েছে RBI। কোনও মতেই আর রাখা যাবে না একের বেশি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট যেখানে ভুয়ো লেনদেন হবে।

68

একের বেশি অ্যারাউন্টে ভুলভাল লেনদেন হলেই দিতে হবে কড়কড়ে ১০ হাজার টাকা জরিমানা। টাকা না দিলে আইনি ব্যবস্থাও নিতে পারে ব্যাঙ্ক।

78

নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও ব্যক্তির একাধিক ব্যাঙ্কে দুই বা ততধিক অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক লেনদেন থাকলেই দিতে হবে জরিমানা।

88

এই সমস্যা থেকে বাঁচতে চাইলে অ্যাকাউন্টের রেকর্ড রাখতে হবে এবং বৈধ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।

click me!

Recommended Stories