মাত্র ৫০ টাকা দিলেই ৫ বছর পরে ৩৫ লক্ষ দেবে কেন্দ্র! এল দুর্দান্ত স্কিম, টাকা পাওয়া যাবে কাছের পোস্ট অফিস থেকেই

Published : Mar 25, 2025, 05:46 PM IST

মাত্র ৫০ টাকা দিলেই ৫ বছর পরে ৩৫ লক্ষ দেবে কেন্দ্র! এল দুর্দান্ত স্কিম, টাকা পাওয়া যাবে কাছের পোস্ট অফিস থেকেই

PREV
17

নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যেতে পারে। এবার পোস্ট অফিসে টাকা রাখলে পাওয়া যাবে মোটা টাকার রিটার্ন।

27

প্রতি বছরে প্রায় ৮ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস। তাই পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে।

47

কোনও ঝুঁকি নেই এই স্কিমে, ভীষণ নিরাপদেই রাখা যাবে টাকা। রেকারিং ডিপোজিটের জন্য এটি একটি চমৎকার বিকল্প।

57

নিয়ম অনুযায়ী ১২টি কিস্তি জমা দেওয়ার পরে প্রায় ৫০ শতাংশ ঋণ নেওয়া যেতে পারে।

67

পোস্ট অফিসের এই ধামাকা স্কিমে প্রতিদিন ৫০ টাকা করে জমা করে ৩৫ লক্ষ টাকার ফান্ড তৈরি করা যাবে।

77

এই স্কিমে ১৯ বছর থেকে শুরু করে ৫৯ বছর বয়সী পরযন্ত সকলেই নিয়োগ করতে পারবেন।

click me!

Recommended Stories