ATM থেকে টাকা তুলতে গেলে কাটবে মোটা টাকা, সবুজ সংকেত দিল RBI, জেনে নিন নয়া নিয়ম

Published : Mar 25, 2025, 03:53 PM IST

ATM থেকে টাকা তোলার নিয়মে বদল! ২০২৫ সালের মে মাস থেকে নতুন চার্জ কার্যকর হবে। আর্থিক লেনদেনে ২ টাকা এবং অ-আর্থিক লেনদেনে ১ টাকা চার্জ বাড়বে। বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করলেই এই চার্জ প্রযোজ্য হবে।

PREV
110

ফের নয়া বিজ্ঞপ্তি জারি হল। এবার ATM থেকে টাকা তুলতে গেলে কাটবে মোটা টাকা।

210

শোনা যাচ্ছে, ATM থেকে টাকা তোলার জন্য এবার থেকে দিতে হবে মোটা টাকা।

410

RBI আর্থিক লেনদেনের জন্য ২ টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যা ১৭ টাকা থেকে ১৯ চাকা করা হয়েছে।

510

অ-অর্থিক লেনদেন যেমন ব্যালেন্স সার্চের ক্ষেত্রেও ১ টাকা চার্জ বৃদ্ধি পাবে, এটি ৬ টাকার পরিবর্তে ৭ টাকা করা হয়েছে।

610

বিনামূল্যে ৫ বার টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে। তার বেশি টাকা তুললে কাটা হবে টাকা।

710

RBI-র নয়া নিয়ম বলছে এবার থেকে ৫টি লেনদেনের অনুমতি দেওয়া হয়। তার বেশি টাকা তুললে টাকা কাটা হবে।

810

বিনামূল্যে লেনদেনের সীমা পেতে নিজেদের ব্যাঙ্কের ATM থেকেই লেনদেন করতে হবে।

910

বিনামূল্যে লেনদেনের সীমার মধ্যে থাকতে ATM থেকে টাকা তোলার ওপরে নজর রাখতে হবে।

1010

নগদ টাকার ওপর নির্ভরতা কমাতে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা এবং অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে।

click me!

Recommended Stories