Budget 2024: কাদের কত আয়কর দিতে হবে? বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Published : Jul 23, 2024, 12:50 PM ISTUpdated : Jul 23, 2024, 12:52 PM IST
Budget announcement on income tax

সংক্ষিপ্ত

সোমবার লোকসভার বাজেট অধিবেশন শুরু হয়। এ সময় অর্থমন্ত্রী অর্থনৈতিক সমীক্ষা সংসদের টেবিলে রাখেন। এদিন সারা দেশ তাকিয়ে ছিল মোদী সরকারের এই বাজেটে আয়কর ছাড়ের ঘোষণার দিকে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করলেন। এর আগে সোমবার লোকসভার বাজেট অধিবেশন শুরু হয়। এ সময় অর্থমন্ত্রী অর্থনৈতিক সমীক্ষা সংসদের টেবিলে রাখেন। এদিন সারা দেশ তাকিয়ে ছিল মোদী সরকারের এই বাজেটে আয়কর ছাড়ের ঘোষণার দিকে।

নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে , ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না, সুরাহা করা হল না।

আয়কর ছাড়ের ক্ষেত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা ঘোষণা করলেন —

• ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না।

• ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ।

• বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।

• বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে।

• ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ।

• বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।

নতুন কর পরিকাঠামোয় ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে স্বল্প বিনিয়োগে মিলবে ৮.৫ লক্ষ রিটার্ন! দেখুন সহজ হিসেব
Largest Investment in Asia: মাইক্রোসফটের বিশাল বিনিয়োগ ভারতে, যা হতে চলেছে এশিয়ায় বৃহত্তম বিনিয়োগ