বলা চলে, প্রায় শেষের দিকে চলতি আর্থিক বছর ২০২৪-২৫।
যদিও তাদের স্বস্তি দিতে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি। ২০২৪-২৫ মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাটি। তবে ওই তারিখের পর জরিমানা লাগু করবে আয়কর দফতর।
সিবিডিটির জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৪-২৫ মূল্যায়ন বছরের বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হল ১৫ জানুয়ারি। আগে গত বছরের ৩১ ডিসেম্বর তার শেষ তারিখ রাখা হয়েছিল। তবে পরে সময়সীমা আরও ২ সপ্তাহ বৃদ্ধি করে কেন্দ্র।
আয়কর আইন অনুযায়ী, ১৫ জানুয়ারির পর রিটার্ন জমা করতে গেলে জরিমানা বাবদ দিতে হবে মোট পাঁচ হাজার টাকা। তবে করদাতাদের মোট বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার কম হলে জরিমানার অঙ্ক সেক্ষেত্রে কমে দাঁড়াবে এক হাজার টাকা।
যদিও করদাতাদের একাংশ অনেক সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা করেন না বা করতে পারেন না। তাই তাদেরই সাধারণত বিলম্বিত আয়কর রিটার্ন জমা করার সুযোগ দিয়ে থাকে সরকার। আবার আয়কর রিটার্নে জমা দেওয়া তথ্যে ভুল থাকলেও সেগুলি সংশোধন করে ফের একবার জমা করতে হয়।
একেই সংশোধিত রিটার্ন বলে থাকে আয়কর দফতর। তবে সেই রিটার্নের জরিমানার ক্ষেত্রে আরও কিছু তারতম্য রয়েছে। রিটার্ন জমা দেওয়া ব্যক্তির আয় করযোগ্য হলে এবং সেই টাকার পরিমাণ একটি নির্দিষ্ট অঙ্কের নীচে থাকলে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা প্রযোজ্য হবে।
আবার সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় তিন লক্ষ টাকার মৌলিক ছাড়ের চেয়ে কম হলে, দেরিতে রিটার্ন দাখিল করার ক্ষেত্রেও কোনওরকম জরিমানা দিতে হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।