অবিশ্বাস্য অফার, SBI-এ মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে পাবেন অবিশ্বাস্য রিটার্ন, শুনলে অবাক হবেন

Published : Dec 07, 2024, 01:51 PM IST
SBI Senior Citizen FD

সংক্ষিপ্ত

এসবিআই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের নতুন সুযোগ এনেছে। ৪ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ৫০০০ টাকা বিনিয়োগ করে মোটা রিটার্ন পাওয়ার সুযোগ।

এসবিআই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এল সুখবর। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা যারা ভাবছেন তাদের জন্য এল সুখবর। এল এসবিআই কোয়ান্ট ফান্ড। এটি শুরু হয়েছে ৪ ডিসেম্বর থেকে। শেষ হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এই স্কিমে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। পরে অতিরিক্তি আরও হাজার টাকা বিনিয়োগ করতে হবে। ব্যাস তাতেই মিলবে উপকার। এখানে একবার মাত্র বিনিয়োগ করতে পারলেই স্টক মার্কেটে সঙ্গে তাল মিলিয়ে বাড়বে আপনার টাকা। এর বেঞ্চমার্ক রয়েছে বিএসই ২০০ টিআরআই। এই বিনিয়োগের ফল জানা যাবে ৬ মাসের মধ্যে। এতে আসবে ভালো রিটার্ন। আর চিন্তার প্রয়োজন নেই। আগ্রহী হলে দেরি না করে আবেদন করতে পারেন। এর ফান্ড ম্যানেজার হিসেবে আছেন সুকন্যা ঘোষ ও প্রদীপ কেসাভান।

এই ফান্ড আপনি যত কিনতে পারবেন তত বাড়বে আপনার লাভের টাকা। এসবিআই দেশের অন্যতম সেরা ব্যাঙ্কের মধ্যে একটি। এখানে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি অনেক কম। অন্য ফান্ডে যদি আপনি বিনিয়োগ করতে যান তাহলে খানিক ঝুঁকি থাকে। কিন্তু এসবিআই-র ক্ষেত্রে তেমনটা নয়।

এসবিআই-র এই স্কিমে মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে মিলবে মোটা টাকা। তবে, বিনিয়োগ করার আগে অবশ্যই সকল তথ্যগুলো জেনে নিন। বিস্তারিত জেনে তবেই বিনিয়োগ করা প্রয়োজন।

তাই দেরি না করে বিনিয়োগ করুন। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে মিলবে মোটা রিটার্নস। এল বাম্পার অফার। মিউচুয়াল ফান্ডে বর্তমানে অনেকেই বিনিয়োগ করে থাকে। আপনিও চাইলে বিনিয়োগ করতে পারেন এই খাতে।  

PREV
click me!

Recommended Stories

মানি ম্যানেজমেন্ট: রবার্ট কিয়োসাকির ধনী হওয়ার ৫টি গোল্ডেন রুলস, জেনে নিন টিপস
India Italy Business: ইতালি–ভারত অর্থনৈতিক সহযোগিতা হবে আরও জোরদার? SIMEST এবং আইসিসি-র মধ্যে সমঝোতা চুক্তি