রিটায়ারমেন্টের পর চিন্তামুক্ত জীবনযাপন করতে চান? LIC-র সরল পেনশন পরিকল্পনায় ৪০ বছর বয়স থেকেই পেনশন সুবিধা। এককালীন প্রিমিয়াম দিয়ে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক পেনশন পেতে আজই বিনিয়োগ করুন।
বেসরকারি সংস্থা চাকরি করলে সকলের সব থেকে বেশি দুশ্চিন্তা হল রিটায়ারমেন্টের পর কী হবে। রিটায়ারমেন্টের পর কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তায় সকলে।
210
এবার রিটায়ার করলেই মিলবে মোটা টাকা। এবার পেনশন পাবেন ৪০ বছর বয়স থেকেই বাজারে এল নয়া প্রকল্প।
310
এবার ৪০ বছর থেকেই পাবেন পেনশন। এক বিশেষ প্রকল্প নিয়ে এল LIC। LIC-র সরল পেনশন পরিকল্পনার মাধ্যমে পেতে পারেন পেনশন।
410
এই প্রকল্পের বিশেষত্ব হল আর ৬০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ৪০ বছর বয়স থেকে পেতে পারেন পেনশন।
510
এই পরিকল্পনা নেওয়ার সময় আপনাকে এককালীন প্রিমিয়াম দিতে হয়। প্রিমিয়াম পরিশোধের পর পেনশন পেতে শুরু করেন।
610
যদি পলিসির গ্রাহক কোনও কারণে মারা যান, তবে তার জমাকৃত অর্থ তার নমিনির কাছে ফিরিয়ে দেওয়া হবে।
710
LIC-র সরল পেনশন স্কিমে আপনি মাসিক ১০০০ টাকা পেনশন পাবেন। সর্বাধিক পেনশনের কোনও সীমা নেই। এই পেনশনটি নির্ভর করতে বিনিয়োগের ওপর।
810
পেনশন নেওয়ার জন্য আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক পেনশন নেওয়ার অপশন পাবেন।
910
আপনি যদি ৪০ বছর বয়সে LIC-র সরল পেনশন স্কিমে বিনিয়োগ করেন তবে সেই বয়স থেকেই পেনশন পাবেন।
1010
LIC-র সরল পেনশন স্কিমে বিভিন্ন দামের পলিসি আছে। আপনি ১০ থেকে ১২ হাজার টাকার পলিসি কিনতে পারেন। যদি ৪২ বছর বয়সী ব্যক্তি ৩০ লক্ষ টাকার ইয়ারলি পসিলি কেনেন তাহলে ১২,৩৮৮ টাকা পেনসন পাবেন মাসে মাসে।