ভিডিওটি আসলে SBI-র RTXC অফার সম্পর্কে, যা কেবল ২ লক্ষ টাকাই নয়, সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত অফার করে। এসবিআই তার বিশেষ গ্রাহকদের জন্য রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট অফার চালু করেছে। এই অফারের আওতায়, গ্রাহকরা YONO অ্যাপের মাধ্যমে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন।