বাংলার জন্য আবারও সুখবর। এবার কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সেরা পশ্চিমবঙ্গ। সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার জন্য আবারও সুখবর। এবার কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) সেরা পশ্চিমবঙ্গ (West Bengal)। সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আন্তর্জাতিক নারী দিবসের ঠিক পরেই এই সুখবর দিলেন মমতা। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি রাজ্যের নারীদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন এই কৃতিত্ব রাজ্যের মহিলাদের। তাদের জন্যই সেরা হয়েছে বাংলা।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রের রিপোর্টের উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সেরা বাংলা। তিনি লিখেছেন, 'জাতীয় সমীক্ষর বার্ষিক রিপোর্ট অনুযায়ী অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গে শীর্ষ স্থান লাভ করেছে। শুধু নাই নয় এক্ষেত্রে আমাজের রাজ্যের মহিলাদেরও অসামান্য অবদান রয়েছে।' কেন্দ্রীয় সরকার সম্প্রতি অসংগঠিত শিল্পক্ষেত্রের উপর একটি সমীক্ষা করেছে। জাতীয় সমীক্ষার সেই রিপোর্টে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলাকে সেরার শিরোপা দেওয়া হয়েছে।

Scroll to load tweet…

জাতীয় সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাই এই ক্ষেত্রে দেশের সেরা। অসংগঠিত ক্ষুদ্র, মাঝারি, স্বনির্ভর ও স্বনিযুক্তি ক্ষেত্রে সবথেকে ভাল কাজ করেছে বাংলা। উৎপাদন শিল্পে কর্মসংস্থামে বাংলাই শীর্ষে। দেশের মধ্যে উৎপাদন ও অন্যান্য কাজে বাংলায় কর্মী সংখ্যাই সবথেকে বেশি। এছাড়া শিল্পোদ্যোগের ক্ষেত্রেও এদিয়ে এই রাজ্যের মহিলারা। তাদের নেতৃত্বে অসংগঠমিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি হয়েছে। মহিলা কর্মীর সংখ্যাতেও রেকর্ড রয়েছে বাংলার হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই কথারই উল্লেখ রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাবরই মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। সরকার পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলি মূলত মহিলা নির্ভর। এজাতীয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পান। অনেক ক্ষেত্রে রাজ্য সরকার সরাসরি সাহায্য করে। আবার অনেকক্ষেত্রেই রাজ্য সরকার পরোক্ষভাবে সাহায্য করে। সেটাই নারীদের কর্মজগতের সঙ্গে যুক্ত হওয়ার মূল উৎসহ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।