একাধিক Fixed Deposit থাকলে দিতে হবে বাড়তি কর? প্রকাশ্যে নয়া তথ্য, জেনে নিন মোট ক'টি FD করতে পারেন

Published : Jan 03, 2025, 05:25 PM IST

অনেকে মনে করেন অল্প টাকার একাধিক Fixed Deposit থাকলে সমস্যা হতে পারে বা বেশি Fixed Deposit থাকলে কর দিতে হয়। এই ধারণা ভুল, কার কটা Fixed Deposit থাকবে তার কোনও নির্দিষ্ট নিয়ম নেই।

PREV
110

প্রতি মাসের বেতন থেকে সকলেই চান নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করতে। নিজের সমস্ত খবর করে নিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা বাঁচিয়ে রাখেন প্রায় সকলেই।

210

সেই টাকা বেশি আকার ধারণ করলে তা কেউ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তো কেউ আবার Fixed Deposit করে দেন।

310

এবার Fixed Deposit নিয়ে প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য। জানেন কি, এক ব্যক্তির কতগুলো Fixed Deposit রাখতে পারে?

410

Fixed Deposit কত টাকার করবেন তা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কেউ মোটা টাকার একটি Fixed Deposit করেন তো কেউ অল্প অল্প করে একাধিক Fixed Deposit করে থাকেন।

510

অনেকেই মনে করেন অল্প টাকার একাধিক Fixed Deposit থাকলে হতে পারে সমস্যা। এই ধারণা একেবারে ভুল। সদ্য Fixed Deposit নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।

610

কার কটা Fixed Deposit থাকবে তা নিয়ে নির্দিষ্ট কোনও নিয়ম নেই। আপনি যত খুশি Fixed Deposit করতে পারেন।

710

অনেকেই মনে করেন বেশি Fixed Deposit থাকলে কর দিতে হয়। এই ধারণে সম্পূর্ণ ভুল। আপাতত Fixed Deposit-র সংখ্যা নিয়ে কোনও নিয়ম তৈরি হয়নি।

810

বিভিন্ন ব্যাঙ্ক তাদের হিসেবে Fixed Deposit -এ সুদ দেয়। এর ফলে আপনি যে টাকা জমাবেন তা একটা সময় পর গিয়ে বাড়তি টাকা ফেরত পান।

910

সঞ্চয় বৃদ্ধির জন্য অনেকেই Fixed Deposit -র ওপর ভরসা করেন। কেউ এক কালীন টাকা নেন তো কেউ সুদ তোলেন মাসে মাসে।

1010

তেমনই বেশ কয়েকটি Fixed Deposit থাকলে অনেক সময় কড় ছাড়ের সুবিধা মেলে। এর ফলে বেশি কর দিতে নাও হতে পারে।

click me!

Recommended Stories