ভারতে সম্পত্তির ভাগ নিয়ে অনেক পরিবারেই দ্বন্দ্ব, মামলা রয়েছে। পৈত্রিক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে সমস্যা নতুন কিছু নয়। সম্পত্তি ভাগ নিয়ে নির্দিষ্ট আইন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সম্পত্তি নিয়ে বিবাদ অব্যাহত।
বর্তমান সময়ে অনেক পরিবারেই একজন সন্তান, কিন্তু যে পরিবারগুলিতে একাধিক সন্তান, সেখানে সম্পত্তি ভাগের প্রশ্ন ওঠে
ভারতে এখনও অনেক পরিবারেই একাধিক সন্তান আছেন। সেক্ষেত্রে বাবা-মায়ের মৃত্যুর পর সম্পত্তি ভাগ-বাঁটায়োরার প্রশ্ন ওঠে।
210
উইল করার আগেই বাবার মৃত্যু হলে কীভাবে পরিবারের সবার মধ্যে সম্পত্তি ভাগ করা হয়?
সাধারণত পরিবারের প্রধান হন বাবা। তিনি যদি উইল করার আগেই মারা যান, তাহলে স্ত্রী, ছেলে, মেয়ে কীভাবে সম্পত্তির ভাগ পাবেন বিস্তারিত জেনে নিন।
310
উইল করার আগেই পরিবারের প্রধানের মৃত্যু হলে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে সমস্যা হতে পারে
পরিবারের প্রধান যদি উইল করেন, তাহলে তাঁর ইচ্ছা অনুযায়ী সম্পত্তি ভাগ করে দিতে পারেন। সেক্ষেত্রে কারও আপত্তি থাকলেও আইনত ব্যবস্থা নেওয়ার উপায় থাকে না বললেই চলে। কিন্তু উইল করার আগেই পরিবারের প্রধানের মৃত্যু হলে মামলা-মোকদ্দমা, বিবাদ হতে পারে।
410
ভারতে কীভাবে পৈত্রিক সম্পত্তি ভাগ করা হয়? কী বলছে হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬?
ভারতে হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬ অনুসারে উইল না করা সম্পত্তি ভাগ করা হয়।
510
উইল না করেই পরিবারের প্রধানের মৃত্যু হলে সম্পত্তি ভাগ করার জন্য নির্দিষ্ট আইন রয়েছে
হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬ অনুসারে উইল করা না থাকলে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে সম্পত্তি ভাগ করা হয়।
610
পরিবারের প্রধান উইল করার আগেই প্রয়াত হলে কীভাবে সম্পত্তি ভাগ করা হয়?
হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬ অনুসারে উইল করার আগেই পরিবারের প্রধানের মৃত্যু হলে তাঁর মা, স্ত্রী, এক বা একাধিক সন্তানের মধ্যে সন্তানের মধ্যে সম্পত্তি ভাগ করা হয়।
710
পরিবারের প্রধানের মৃত্যু হওয়ার আগেই তাঁর স্ত্রী প্রয়াত হলে কীভাবে সম্পত্তি ভাগ করা হয়?
কোনও পরিবারের প্রধান ও তাঁর স্ত্রী আইনগতভাবে সম্পত্তি ভাগ করার আগেই প্রয়াত হলে সন্তানরা সমানভাবে সম্পত্তির ভাগ পান। নিজের সন্তান না থাকলে পরিবারের প্রধানের ভাই-বোন বা ভাই-বোনের সন্তানরা সম্পত্তির ভাগ পান।
810
উইল না থাকলে উত্তরাধিকার বলে সম্পত্তি পেতে হলে আদালতে যেতে হতে পারে
হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬ অনুসারে উইল করার আগেই পরিবারের প্রধানের মৃত্যু হলে উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি পেতে হলে আদালত থেকে অনুমতি নিতে হবে।
910
উইলের অনুপস্থিতিতে উত্তরাধিকার বলে সম্পত্তি পেতে হলে মামলা করতে হতে পারে
উত্তরাধিকারের সনদ না থাকলে সম্পত্তি দাবি করার জন্য আদালতে মামলা করতে হতে পারে। সেক্ষেত্রে আদালত যে সিদ্ধান্ত নেবে তা মেনে চলতে হবে।
1010
প্রত্যেকেরই পরিবারের ভবিষ্যতের জটিলতার কথা ভেবে উইল করে রাখা করে উচিত
যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন, দুর্ঘটনার কবলে পড়তে পারেন। এই কারণে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অবস্থাতেই পরিবারের ভবিষ্যতের কথা ভেবে উইল করে রাখা উচিত।