Rapido চালকের মাসে আয় কত জানেন? একজন ইঞ্জিনিয়ারের আয়কেও হার মানাবে, শুনলে চমকে যাবেন

বেঙ্গালুরুতে একজন Rapido চালক দাবি করেছেন, তিনি মাসে ৮০-৮৫ হাজার টাকা আয় করেন। দিনে ১৩ ঘণ্টা কাজ করে এই আয় সম্ভব বলে তিনি জানিয়েছেন।

ছোট খাটো দূরত্বে যেতে হোক কিংবা বেশি দূরত্ব, অনেকেই বাইকে যেতে পছন্দ করেন। এই কারণে Rapido, Uber moto, Ola bike-র প্রসার ক্রমে বাড়ছে। এমন বাইক চালিয়ে মাস চালাচ্ছেন অনেকে। কিন্তু, তাদের মাসে কত আয় হয় জানেন? একজন Rapido চালকের মাসে আয় শুনলে চমকে উঠবেন। বড় সংস্থার মোটা বেতন ভুক্ত কর্মীর আয়কেও হার মানাবে।

সদ্য ভাইরাল হল এক Rapido চালকের ভিডিও। বেঙ্গালুরুতে উবের ও Rapido চালান তিনি। তিনি দাবি করেছেন, ৮০ থেকে ৮৫ হাজার টাকা মাসে আয় হয় তাঁর। তিনি রোজ ১৩ ঘন্টা মতো বাইক চালান। এই ভিডিও পোস্ট করতেই মুহূর্তে হল ভাইরাল।

Latest Videos

Rapido চালকের আয় শুনে চমক পেয়েছেন সকলে। মাসে ৮০ থেকে ৮৫ হাজার টাকা বড় সংস্থার কর্মীও পান না। এমনকী, অনেক ইঞ্জিনিয়ারও পান না এত টাকা। এই ভিডিও ভাইরাল হতেই নানান মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেই ফেলেছেন, আমি তো এত টাকা রোজগার করি না ভাই। এর উত্তরে সেই Rapido ড্রাইভার লেখেন, নিজের বাইক রয়েছে। আমি নিজেই নিজের বস। গ্রাহকদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিই। আমার কোনও বস নেই। সুতরাং অফিল পলিটিক্স নেই।

 

 

 

এখন প্রশ্ন হল Rapido ড্রাইভার হিসেবে কীভাবে কাজ করা যায় জানেন? প্লে স্টোর থেকে Rapido Caption অ্যাপ ডাউনলোড করুন। সাইন অ্যাপ করুন। আপনার বিবরণ, ড্রাইভিং লাইসেন্স ও ছবি দিন। একটি অ্যান্ড্রয়েড ফোন, ২০০৯ বা তার পরে তৈরি বাইক, বৈধ ড্রাইভিং লাইসেন্স, বাইক রেজিস্টিরেশন সার্টিফিকেট, সক্রিয় বাইক বীমা, প্যান কার্ড, আরোহী ও যাত্রী উভয়ের জন্য ২ টি হেলমেট থাকলে আবেদন করতে পারবেন।

 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata