প্রতিবারই মাসের শেষে আর্থিক সমস্যায় পড়তে হয়? কীভাবে সামাল দেবেন পরিস্থিতি?

যাঁরা চাকরি করেন, তাঁদের অনেককেই মাসের শেষে আর্থিক সমস্যায় পড়তে হয়। এই সমস্যা মেটানো সহজ নয়। তবে হিসেব করে চললে প্রতিবারই মাসের শেষে আর্থিক সমস্যায় পড়তে হয় না।

Soumya Gangully | Published : Dec 13, 2024 4:23 PM
18
যাঁরা বেতনের উপর নির্ভর করে চলেন, তাঁদের অনেকেই প্রতি মাসের শেষদিকে আর্থিক সমস্যায় পড়েন

অনেক বেতনভোগী ব্যক্তিই প্রতি মাসের শেষে দৈনন্দিন খরচ চালাতে গিয়ে আর্থিক সমস্যায় পড়েন। অনেক সময় খরচ সামাল দিতে গিয়ে বন্ধু, সহকর্মী, আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করতে হয়। তবে হিসেব করে চললে এই পরিস্থিতি এড়ানো সম্ভব।

28
প্রতি মাসেই নির্দিষ্ট কিছু খরচ থাকে, তার জন্য আগে টাকা সরিয়ে রাখতে হবে

প্রতি মাসে বিদ্যুতের বিল, মোবাইল ফোন রিচার্জ, বাচ্চাদের স্কুলের ফি, মুদিখানার খরচ, দৈনন্দিন প্রয়োজনীয় অন্যান্য খরচ থাকে। এই খরচগুলি এড়ানো সম্ভব নয়। এর জন্য আগে টাকা সরিয়ে রাখা দরকার।

38
প্রতি মাসেই অপ্রয়োজনীয় কিছু খরচ হয়ে যায়, এই খরচগুলি এড়িয়ে যেতে পারলে ভালো হয়

বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার আনানো, অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা এড়িয়ে যেতে পারলে ভালো হয়। তাহলে আর্থিক সমস্যা এড়ানো যায়।

48
যে কোনও সময় জরুরি কারণে অর্থ প্রয়োজন হতে পারে, তার জন্য সবারই তৈরি থাকা উচিত

প্রতি মাসেই জরুরি প্রয়োজনে খরচ করার জন্য কিছু টাকা সরিয়ে রাখা উচিত। তাহলে যে কোনও সময় জরুরি দরকারে টাকার জোগান থাকে। কোনও সমস্যায় পড়তে হয় না।

58
জরুরি দরকারে খরচের জন্য টাকা জমিয়ে রাখতে না পারলে অন্যদের কাছে হাত পাততে হতে পারে

জরুরি প্রয়োজনে খরচ করার জন্য টাকা সরিয়ে রাখতে না পারলে দরকারের সময় অন্যদের কাছ থেকে সাহায্য চাইতে হতে পারে। এটা একেবারেই কাম্য নয়।

68
কীভাবে প্রতি মাসের শেষে টাকার অভাব এড়িয়ে চলা যায়? জেনে নিন বিশেষ উপায়

প্রতি মাসে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ, জরুরি প্রয়োজনের খরচের তালিকা তৈরি করাই যথেষ্ট নয়। খরচের বিষয়ে সতর্ক থাকাও জরুরি। কোন খরচ না করলেই ভালো হয়, সেই হিসেবও করতে হবে।

78
প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ বাঁচাতে হবে, তাহলে ভবিষ্যতে সুরাহা হবে

প্রতি মাসে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যেতে পারলে এবং টাকা বাঁচাতে পারলে মাসের শেষে আর্থিক সমস্যায় পড়তে হবে না। এই কারণে নিয়মিত খরচের হিসেব করে যেতে হবে।

88
প্রতি মাসে আর্থিক বিষয়ে বাস্তব বুদ্ধি প্রয়োগ করলে আর কোনও সমস্যা থাকে না

বাস্তব বুদ্ধি প্রয়োগ করে খরচ করা উচিত। হিসেবে করে খরচ করলে অধিকাংশ সমস্যাই মিটে যায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos