পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে মিলবে ১৬ লক্ষ টাকা!
হিসাব করে টাকা সঞ্চয় করলে, এই স্কিমে ১৬ লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন পেতে পারেন, ৩৩৩ টাকা বিনিয়োগ করেই! কিন্তু কীভাবে? এই স্কিমের মাধ্যমে প্রতিদিন ৩৩৩ টাকা করে জমা করলে প্রতি মাসে আপনি জমা করবেন প্রায় ১০ হাজার টাকা। এর ফলে এক বছরে আপনার সঞ্চয় হবে মোট ১.২০ লক্ষ টাকা।