- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmir Bhandar: বড় চমক! লক্ষ্মীর ভাণ্ডার এবার প্রতি মাসে ২১০০ টাকা? কবে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা?
Lakshmir Bhandar: বড় চমক! লক্ষ্মীর ভাণ্ডার এবার প্রতি মাসে ২১০০ টাকা? কবে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্টোবরের ১ তারিখে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা ঘোষণা করেছেন। এরই মধ্যে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে, যা নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

পুজোর আগে এল চমকপ্রদ খবর। একের পর এক খবর আসছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে। সদ্য এই ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে অক্টোবরের ১ তারিখে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার। এবার প্রকাশ্যে এল আরও বড় চমক। শোনা যাচ্ছে, শীঘ্রই দ্বিগুণেরও বেশি হবে এই ভাতা।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন। এই সকল ভাতার মধ্যে আছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে যুবশ্রী, শ্রমশ্রীর মতো প্রকল্প। এবার প্রকাশ্যে এল নয়া তথ্য।
সদ্য রাজ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার-র ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে। যা নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। এই প্রকল্পের দ্বারা লক্ষ লক্ষ দুঃখ ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে হাসি ফোটে। এবার অনেকেরই আশা পুজোর মাসে এই আনন্দ দ্বিগুণ হবে।
বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এবার শোনা যাচ্ছে ২১০০ টাকা হবে এই ভাতা। যে সমস্ত মহিলাদের বার্ষিক আয় ২.১ লক্ষ টাকার কম তারাই পাবেন এই ভাতা। এর জন্য উপভোক্তাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তেমনই ব্য়াঙ্কে কেওয়াইসি জমা দেওয়া থাকতে হবে।
ভাতা বৃদ্ধির প্রস্তাব আসলেও আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। এই পদক্ষেপটি যে রাজ্যের রৈজনীতিতে বড় প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

