সিনিয়র সিটিজেনরা পাবেন ৮ থেকে ৯ % সুদ? এক নজরে দেখে নিন কোন ব্যাঙ্কে টাকা রাখলে মিলবে বেশি রিটার্ন

Published : Aug 12, 2025, 11:52 AM IST

সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিট একটি জনপ্রিয় বিনিয়োগ বিকল্প, যা নিশ্চিত রিটার্ন এবং কম ঝুঁকি প্রদান করে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সুদের হার ভিন্ন, তাই বিনিয়োগের আগে সুদের হার এবং স্কিমের বিবরণ জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

PREV
16

ফিক্সড ডিপোজিট হল সিনিয়র সিটিজেনদের জন্য একটি জনপ্রিয় বিনিয়োগ বিকল্প। যা সঞ্চয় বৃদ্ধির এক নিরাপদ উপায়। নিশ্চিত রিটার্ন ও কম ঝুঁকির সঙ্গে ফিক্সড ডিপোজিট অবসরপ্রাপ্তদের জন্য আর্থিক স্থিতিশীলতা প্রদান করে। অবসরের পর ফিক্সড ডিপোজিট থেকে আসা ইন্টারেস্টের টাকা তুলে সংসার চালান অনেকে।

26

ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক সংস্থাগুলো সব সময় সিনিয়র সিটিজেন-দের উচ্চ সুদ দিয়ে থাকে। তবে, ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক সংস্থাগুলো বেশি ইন্টারেস্ট দিয়ে থাকে বলে যে কোনও স্কিমে বিনিয়োগ করবেন না। আজ রইল বিশেষ তথ্য। জেনে নিন কোন ব্যাঙ্কে কত টাকা ইন্টারেস্ট পাবেন।

36

ব্যাঙ্ক অফ বরোদাতে ১, ৩ কিংবা ৫ যে কোনও স্কিমেই টাকা রাখলে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭ শতাংশ ইন্টারেস্ট দিচ্ছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ বছরে ৬.৭৫, ৩ বছরে ৭, ৫ বছরে ৬.৭৫ শতাংশ সুদি দিচ্ছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ব্যাঙ্কে ৬.৭০ শতাংশ করে সুদ দিচ্ছে ১ এবং ৩ বছরের জন্য। ৬.৬০ শতাংশ সুদ দিচ্ছে ৫ বছরের ফিক্সড ডিপোজিট করলে।

46

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ বছরে ৬.৬০, ৩ বছরে ৬.৭৫, ৫ বছর ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে। ইন্ডিয়ার ওভারসিয়েস ব্যাঙ্কে ১ বছরে ৭.২০, ৩ এবং ৫ বছরে ৬.৮০ সুদ দিচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১ এবং ৩ বছরে ৬.৯০, ৫ বছরে ৭ শতাংশ সুদ দিচ্ছে।

56

তেমনই অ্যাক্সিস ব্যাঙ্কে ১ বছরে ৬.৭৫, ৩ বছরে ৭, পাঁচ বছরে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে। SBM ব্যাঙ্কে ১ এবং ৩ বছরে ৭.৫৫ এবং ৫ বছরে ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে। DCB ব্যাঙ্কে ১,৩ এবং ৫ বছরে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে। বন্ধন ব্যাঙ্কে ১ ও ৩ বছরে ৭.২৫ শতাংশ এবং ৫ বছরে ৬.৬০ শতাংশ সুদ দিচ্ছে। সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ১ বছরে ৭ শতাংশ, ৩ বছরে ৬.৯০ এবং ৫ বছরে ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে।

66

বর্তমানে ৭ শতাংশের বেশি অধিকাংশ ব্যাঙ্কে সুদ দিচ্ছে। SBM ব্যাঙ্কে দিচ্ছে ৮.৫০ শতাংশ। তেমনই আসিআসিআই, কোটাক মাহিন্দ্রার মতো অধিকাংশ ব্যাঙ্ক ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক দিচ্ছে সর্বাধিক ৭.২০ শতাংশ সুদ দিচ্ছে। তাই টাকা বিনিয়োগে আগে জেনে নিন বিস্তারিত।

Read more Photos on
click me!

Recommended Stories