নতুন বছরেও কাঁধে ঋণের বোঝা? দ্রুত লোন-ইএমআই শোধ করার রইল সহজ কিছু টিপস

Published : Jan 01, 2026, 02:46 PM IST

Loan EMI Planning for 2026: দেখতে দেখতে ২০২৫ শেষে নতুন বছর ২০২৬। নতুন বছরের প্রথম দিন থেকেই লোন-ইএমআই থেকে শুরু করে আর্থিক পরিকল্পনা সেরে ফেলুন। মাথায় ঋণের বোঝা থাকলে কীভাবে তা দ্রুত মেটাবেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ঋণ দ্রুত শোধ করার পরিকল্পনা

নতুন বছর মানেই সবকিছু নতুন ভাবে শুরু করার সময়। সারা বছর কীভাবে কাটাবেন থেকে শুরু করে আর্থিক উন্নতি, বছরভর সংসার চালিয়ে নিজের পছন্দের জিনিস কেনাকাটা বা কোথাও ইনভেস্ট পরিকল্পনা থাকলে তা আজকের দিন থেকেই শুরু করতে পারেন। কথায় বলে বছরের প্রথম দিনে যে কাজটি করবেন সেটাই সারাবছর হবে। ফলে বেশিকিছু না ভেবে নতুন বছরে নতুন কিছু করার পরিকল্পনা করে ফেলুন। 

25
কীভাবে দ্রুত ঋণ মেটাবেন?

নতুন বছরেও যদি আপনার কাঁধে আগের বছরের পুরনো ঋণের বোঝা থাকে তাহলে তা দ্রুত শোধ করতে বছরের প্রথম দিনই সেই পরিকল্পনা সারুন। কোথায় কতটাকা বিনিয়োগ করবেন এবং বছরের প্রতিটা মাস সংসার চালিয়ে কীভাবে লোনের টাকা আলাদা করে রাখবেন সেটাও এখন থেকেই সেট করে ফেলুন। দেখবেন বছর শেষে লোনের ঝামেলা মিটে গিয়েছে। আর আপনার মাথাও হালকা হয়েছে। 

35
লোন নেওয়ার সঠিক পরিকল্পনা

নতুন বছরে আপনার যদি ইচ্ছা থাকে নতুন বাড়ি করার বা গাড়ি ক্রয় করার আর সেটি যদি হয় লোন নিয়ে তাহলে সবার আগে খোঁজ নিন কোন ব্যাঙ্কে কম ইন্টারেস্টে বা সুদের হারে ঋণ দিচ্ছে। ঋণ নেওয়ার আগে খেয়াল রাখবেন তা পরিশোধ করার জন্য আপনার ইনকাম যেন নিয়মিত থাকে। আর আপনি যদি চাকুরিজীবী হন তাহলে বেতনের একটা অংশ আগে থেকেই ঋণ মেটানোর জন্য আলাদা করে সরিয়ে রাখুন। তাহলে বছরভর হোক কিংবা মাসের শেষে ঋণের টাকা যোগার করার জন্য কপাল কুঁচকাতে হবে না। 

45
গোল্ড লোন

নতুন বছরে যদি গোল্ড লোন নেওয়ার প্ল্য়ানিং থাকে তাহলে মাথায় রাখুন এই কয়টি জিনিস। ব্যক্তিগত, ব্যবসায়িক বা জরুরি কাজে ব্যবহার করা যায় এবং এর জন্য সাধারণত কম সুদের হার ও নমনীয় পরিশোধের সুবিধা থাকে, কারণ এটি সোনা বন্ধক রাখা হয় বলে। এই ঋণ পেতে ন্যূনতম কাগজপত্র লাগে এবং দ্রুত অনুমোদন ও টাকা পাওয়া যায়। এছাড়াও গোল্ড লোন হলো ব্যক্তিগত ঋণের চেয়ে সুদের হার কম হয়। ফলে এতে সুবিধা বেশি। তবে নেওয়ার আগে তা ভালো করে যাচাই করে নেওয়ায় শ্রেয়। 

55
হোম লোনের পরিকল্পনা

এছাডা়ও হোম লোন নেওয়ার জন্য আপনার মাসিক আয় এবং বর্তমান অন্যান্য ঋণের EMI (যেমন ক্রেডিট কার্ড বিল) অনুযায়ী আপনি কত টাকা ঋণ পেতে পারেন, তা যাচাই করুন। সাধারণত, নেট মাসিক আয়ের ৬০ গুণ পর্যন্ত লোন পাওয়া যায়। এবং মাসিক কিস্তিতে এক বছর থেকে সর্বোচ্চ ১৫ বছর সময়ের মধ্যে আপনি ঋণ শোধ করে দিতে পারবেন। 

Read more Photos on
click me!

Recommended Stories