
Microsoft Job Cuts: জুলাই মাসের শুরুর দিকে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থা মাইক্রোসফট থেকে কাজ হারাতে চলেছেন ৯,০০০ কর্মী। সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, একাধিক দফতর মিলিয়ে গোটা বিশ্বব্যাপী কর্মী সংখ্যার প্রায় ৪% ছাঁটাই করবে মাইক্রোসফ্ট (microsoft job cuts announcement)।
তবে সেই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আদৌ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে মোট ৬,০০০ কর্মীকে ছাঁটাই করে মাইক্রোসফট। বলা চলে, এই জনপ্রিয় মার্কিন টেক জায়ান্ট সংস্থা বিপুল সংখ্যক কর্মীকে পিঙ্ক স্লিপ ধরিয়ে দেয়। তার ঠিক আর পরের মাসে, ফের কাজ হারান আরও ৩০০ জন কর্মী (microsoft job cuts 2025)।
অর্থাৎ, মে থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত ধরলে, মোট ১৫,৩০০ জন কর্মীকে ছেঁটে ফেলেছে মাইক্রোসফ্ট। তবে এটাই তো প্রথম নয়। এর আগে ২০২৩ সালে, মোট ১০ হাজার কর্মীকে ছাঁটাই করে তারা। এমনকি, এবারের ছাঁটাই প্রসঙ্গে একটি ইমেইলে মাইক্রোসফ্ট জানিয়েছে, এই সংস্থার অরগানাইজেশনাল পরিবর্তন অব্যাহত থাকবে। আসলে গতিশীল বাজারে সাফল্য পেতেই এই সিদ্ধান্ত তাদের নিতে হয়েছে বলে সেখানে স্পষ্ট করে জানিয়েছে মাইক্রোসফট।
সংবাদসংস্থা রয়টার্সকে তারা জানিয়েছে, বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ফলে সংস্থার গেমিং বিভাগের উপর ব্যাপক প্রভাব পড়তে পারে। তবে এখনও পর্যন্ত সমস্ত ইউনিটের বেশির ভাগ অংশই অক্ষত তাখতে পেরেছে তারা। ইমেইলে সেই কথাই জানিয়েছে মাইক্রোসফ্ট।
অন্যদিকে, কর্মীদেরকে পাঠানো একটি স্মারকলিপিতে মার্কিন এই টেক জায়ান্টের গেমিং সিইও ফিল স্পেন্সার জানিয়েছেন, ‘‘স্থায়ী সাফল্য ধরে রাখতে কৌশলগত বৃদ্ধিগুলির দিকে কোম্পানিকে নজর দিতে হচ্ছে। আর সেই কারণেই, ব্যবসায়িক ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কাজ কমানোর দিকে ফোকাস করছে সংস্থা। এই সিদ্ধান্তের জেরে সংস্থার বৃদ্ধিতেই গতি আসবে বলে আমরা আশা করছি।"
বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে বেশ গুরুত্ব দিয়েই বিবেচনা করছে মাইক্রোসফ্ট। আর ঠিক সেই কারণেই, বিভিন্ন বিভাগে ছাঁটাইয়ের মাধ্যমে কর্মী সংকোচন করছে এই মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি। যদিও সংস্থার তরফ থেকে দেওয়া বিবৃতিতে কোথাও এই কথা স্বীকার করা হয়নি।
তবে এই কথা ঠিক যে, গোটা বিশ্বের বড় বড় টেক জায়ান্ট সংস্থাগুলির মধ্যে শুধুমাত্র AI-এর জন্য মাইক্রোসফ্টের কর্মী ছাঁটাইয়ের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট। সেই কারণেই, প্রতিটি দফতরে আলাদা আলাদাভাবে শুরু হয়েছে কর্মীদের কাজের মূল্যায়ন। তার উপরে ভিত্তি করেই, জুলাই মাসের শুরুর দিক পর্যন্ত, কাজ হারিয়েছেন ১% কর্মী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।