Multibagger Penny Stock High Return: মাত্র ২৭ টাকার স্টক দিচ্ছে ২৫০% রিটার্ন? রকেট গতিতে বাজার কাঁপাচ্ছে এই শেয়ার

Published : May 19, 2025, 05:05 PM ISTUpdated : May 20, 2025, 03:16 AM IST

Multibagger Penny Stock High Return: যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন, তারা সবসময় ভালো রিটার্ন আশা করেন (share market investment)। 

PREV
111
ভালো রিটার্ন পেতে গেলে, বিনিয়োগও (market invest) সঠিক জায়গায় করা জরুরি

আর সেই জায়গায় দাঁড়িয়েই, পেনি স্টক হল সেইসব স্টক যাদের দাম খুবই কম। 

211
তবে অল্প সময়ের মধ্যেই ভালো রিটার্ন দিতে সক্ষম এই মাল্টিব্যাগার স্টকগুলি

শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বিনিয়োগকারীদের বিরাট রিটার্ন দিয়েছে। 

311
তার মধ্যে সাম্প্রতিক অতীতে একটি আবার ২৫০% রিটার্ন দিয়েছে

সেই স্টকটির নাম কী (multibagger penny stocks 2025)?

411
স্টকটির নাম হল সুদর্শন ফার্মা ইন্ডাস্ট্রিজ (sudarshan pharma industries limited)

বর্তমানে সুদর্শন ফার্মা ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম 27.৮১ টাকা। 

511
গত ৫২ সপ্তাহে, এই স্টকটির সর্বোচ্চ মূল্য ৫৩.৫০ টাকা

অপরদিকে সর্বনিম্ন মূল্য হল ৫.৮২ টাকা (multibagger stocks for 2025)। 

611
BSE Analytics কী বলছে?

সুদর্শন ফার্মা ইন্ডাস্ট্রিজের স্টক গত ১ বছরে ২৫০% পর্যন্ত রিটার্ন দিয়েছে। 

711
অন্যদিকে, এই কোম্পানির মার্কেট ভ্যালু হল ৬৬৯ কোটি টাকা

মূলত কোম্পানিটি রাসায়নিক দ্রব্যের ব্যবসা করে।

811
টেক সলিউশনস লিমিটেড:(tech solutions pvt ltd)

টেক সলিউশনস লিমিটেড কোম্পানিটি প্রধানত স্বাস্থ্যসেবা সংক্রান্ত গবেষণায় কাজ করে থাকে। বিএসই-তে এই কোম্পানিটির শেয়ারের দাম ৮.৭৭ টাকা। আর গত ৫২ সপ্তাহের মধ্যে এই স্টকটির সর্বোচ্চ মূল্য হল ২৪.২৬ টাকা এবং সর্বনিম্ন মূল্য হল ৬.৭০ টাকা। 

911
বিএসই অ্যানালিটিক্স কী জানাচ্ছে?

গত এক বছরে, এই কোম্পানিটির স্টক বেশ নেতিবাচক রিটার্নই দিয়েছে। তবে আগামীদিনে এই কোম্পানিটির স্টক আরও বৃদ্ধি পাবে বলেই আশা করছেন মার্কেট অ্যানালিস্টরা (multibagger stocks higher returns)। 

1011
জেনেসিস আইবিআরসি ইন্ডিয়া লিমিটেড (genesis ibrc india ltd)

জেনেসিস আইবিআরসি ইন্ডিয়া লিমিটেড হল একটি বায়োটেক কোম্পানি। বিএসই-তে কোম্পানিটির শেয়ারের দাম বর্তমানে ১৯.২৫ টাকা। অপরদিকে  গত ৫২ সপ্তাহে জেনেসিস আইবিআরসি ইন্ডিয়া লিমিটেডের সর্বোচ্চ শেয়ারের দাম ১৯.২৫ টাকা এবং সর্বনিম্ন শেয়ারের দাম ১৩.৭১ টাকা। 

1111
কোম্পানিটির মার্কেট ভ্যালু ২৫ কোটি টাকা

বিএসই অ্যানালিটিক্স বলছে, জেনেসিস আইবিআরসি ইন্ডিয়া লিমিটেড গত ১ বছরে মোট ৪৭% পর্যন্ত রিটার্ন দিয়েছে।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories