স্টকটির নাম হল সুদর্শন ফার্মা ইন্ডাস্ট্রিজ (sudarshan pharma industries limited)
বর্তমানে সুদর্শন ফার্মা ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম 27.৮১ টাকা।
511
গত ৫২ সপ্তাহে, এই স্টকটির সর্বোচ্চ মূল্য ৫৩.৫০ টাকা
অপরদিকে সর্বনিম্ন মূল্য হল ৫.৮২ টাকা (multibagger stocks for 2025)।
611
BSE Analytics কী বলছে?
সুদর্শন ফার্মা ইন্ডাস্ট্রিজের স্টক গত ১ বছরে ২৫০% পর্যন্ত রিটার্ন দিয়েছে।
711
অন্যদিকে, এই কোম্পানির মার্কেট ভ্যালু হল ৬৬৯ কোটি টাকা
মূলত কোম্পানিটি রাসায়নিক দ্রব্যের ব্যবসা করে।
811
টেক সলিউশনস লিমিটেড:(tech solutions pvt ltd)
টেক সলিউশনস লিমিটেড কোম্পানিটি প্রধানত স্বাস্থ্যসেবা সংক্রান্ত গবেষণায় কাজ করে থাকে। বিএসই-তে এই কোম্পানিটির শেয়ারের দাম ৮.৭৭ টাকা। আর গত ৫২ সপ্তাহের মধ্যে এই স্টকটির সর্বোচ্চ মূল্য হল ২৪.২৬ টাকা এবং সর্বনিম্ন মূল্য হল ৬.৭০ টাকা।
911
বিএসই অ্যানালিটিক্স কী জানাচ্ছে?
গত এক বছরে, এই কোম্পানিটির স্টক বেশ নেতিবাচক রিটার্নই দিয়েছে। তবে আগামীদিনে এই কোম্পানিটির স্টক আরও বৃদ্ধি পাবে বলেই আশা করছেন মার্কেট অ্যানালিস্টরা (multibagger stocks higher returns)।
1011
জেনেসিস আইবিআরসি ইন্ডিয়া লিমিটেড (genesis ibrc india ltd)
জেনেসিস আইবিআরসি ইন্ডিয়া লিমিটেড হল একটি বায়োটেক কোম্পানি। বিএসই-তে কোম্পানিটির শেয়ারের দাম বর্তমানে ১৯.২৫ টাকা। অপরদিকে গত ৫২ সপ্তাহে জেনেসিস আইবিআরসি ইন্ডিয়া লিমিটেডের সর্বোচ্চ শেয়ারের দাম ১৯.২৫ টাকা এবং সর্বনিম্ন শেয়ারের দাম ১৩.৭১ টাকা।
1111
কোম্পানিটির মার্কেট ভ্যালু ২৫ কোটি টাকা
বিএসই অ্যানালিটিক্স বলছে, জেনেসিস আইবিআরসি ইন্ডিয়া লিমিটেড গত ১ বছরে মোট ৪৭% পর্যন্ত রিটার্ন দিয়েছে।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।