- Home
- Business News
- Other Business
- Multibagger Stocks Return: বিধ্বংসী কামব্যাক! ৪৮% দাম বাড়ল এই মাল্টিব্যাগার স্টকের?
Multibagger Stocks Return: বিধ্বংসী কামব্যাক! ৪৮% দাম বাড়ল এই মাল্টিব্যাগার স্টকের?
Multibagger Stocks Return: গত কয়েকটা মাস একটু ডাউন ছিল গ্রাফ। কিন্তু মে মাস পড়তেই, ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ার বাজার (share market update)

বছরের শুরু থেকে পতনের মুখে পড়া স্টকেরও উল্লেখযোগ্য বৃদ্ধি নজরে এসেছে চলতি মে মাসে
এইরকমই একটি স্টক হল আপার ইন্ডাস্ট্রিজ় লিমিটেড (Apar Industries Ltd.)।
জানুয়ারি মাস থেকে এপ্রিলের মধ্যে দাম কমলেও, মে মাসে আবার ৪৮% দাম বেড়েছে এই সংস্থার শেয়ারের
শুক্রবার আপার ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার দর প্রায় সাড়ে ৫ শতাংশেরও বেশি বেড়ে গেছিল (Apar Industries Share Price)।
পৌঁছে গিয়েছিল প্রায় ৮,৩৯৯ টাকায়
ওদিকে মে মাসের শুরুতে, এই শেয়ারটির দাম ছিল ৫,৬০৩ টাকা (apar industries ltd share)।
অর্থাৎ, মাত্র কয়েকদিনের মধ্যেই বিপুল দাম বেড়েছে এই স্টকের
পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে এই শেয়ারের (share) দাম ৩৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
অর্থাৎ, গত এক মাসে তা বেড়েছে প্রায় ৬৫%
অপরদিকে, গত পাঁচ বছরে এই শেয়ার থেকে রিটার্ন এসেছে প্রায় ২৭০০% (apar industries ltd share price nse)।
স্বাভাবিকভাবেই, মাল্টিব্যাগার রিটার্ন দেওয়া এই স্মল ক্যাপ স্টকে নিয়ে লগ্নিকারীদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে
২০২৪-২৫ অর্থবর্ষের জানুয়ারি মাস থেকে মার্চ কোয়ার্টারের মধ্যে এই সংস্থার রেভিনিউ বেড়েছে প্রায় ১৬.৯%।
২০২৪-২৫ গোটা অর্থবর্ষ জুড়ে, রেভিনিউ তার আগের অর্থবর্ষের তুলনায় প্রায় ১৫% বৃদ্ধি পেয়েছে
গত অর্থবর্ষে আমেরিকার বাজার থেকেও অনেকটা মুনাফা বাড়িয়ে নিয়েছে এই সংস্থা (apar industries limited share price today)।
গত ২০২৪ সালেও এই সংস্থার শেয়ার দর বেড়েছিল ৭০.৪৪%
কিন্তু ২০২৫ সালে, সেই মোমেন্টাম স্টকটি (stock) ধরে রাখতে পারেনি।
জানুয়ারি মাসে ২৭% দাম কমে গেছিল শেয়ারটির
এরপর ফেব্রুয়ারি ও মার্চ মাসেও যথাক্রমে ২৩ এবং ৫% দাম কমে যায় এই স্টকের।
কিন্তু সেখান থেকেই কার্যত, ঘুরে দাঁড়াল এই স্টকটি
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

