মাত্র ৫ বছরের মধ্যেই এই স্টকটি থেকে পাওয়া গেছে ৩৪ হাজার শতাংশ রিটার্ন
কিন্তু কীভাবে সম্ভব হল এইরকম?
512
কারণ, মাত্র ১৩ পয়সার স্টক পৌঁছে গেছে ৪৪ টাকায়
কোন সংস্থার স্টক ছিল এটি (multibagger stocks for 2025)?
612
হাজুর মাল্টি প্রোজেক্টস
গত ১৫ এপ্রিল, ২০২০ঃ এই হাজুর মাল্টি প্রোজেক্টস শেয়ারটির দাম ছিল মাত্র ১৩ পয়সা।
712
সেই সময় কেউ যদি এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন
তাহলে তা ২০২৫ সালে দাঁড়িয়ে, মাত্র ৫ বছরের মধ্যেই ৩.৪৩ কোটি টাকায় পরিণত হবে।
812
অর্থাৎ, ১ লক্ষ টাকা বিনিয়োগ করেই কোটিপতি
গত ৪ বছরে, এই শেয়ারটির দাম ১৩ হাজার শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, গত ২০২১ সালের এপ্রিল মাসে, এই শেয়ারটির দাম ছিল ৩৪ পয়সা (hazoor multi projects ltd share price today)।
912
এরপর ২০২৫ সালের এপ্রিল মাসে, এই শেয়ারটির দাম একলাফে গিয়ে দাঁড়ায় ৪৪.৬৫ টাকায়
তবে বর্তমানে এই শেয়ারের দাম কিছুটা নেমে এসে দাঁড়িয়েছে ৩৬.৮৪ টাকায়।
1012
পরিসংখ্যান বলছে, গত ৫ বছরে এই শেয়ার বিনিয়োগকারীদের মোট ৪০,৮৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে
তবে গত ৬ মাসে, বাজারের সামগ্রিক পরিস্থিতির নিরিখে ৩৭.১৩ শতাংশের পতন এসেছে এই স্টকে।
1112
মাত্র তিন বছরের মধ্যেই এই সংস্থাটির শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৯১১ শতাংশ
আর গত বছর এই শেয়ারটি ১০টি শেয়ারে বিভক্ত বা স্প্লিট করে দেওয়া হয় (hazoor multi projects ltd share price)।
1212
মানে ১০ টাকার ফেসভ্যালু যুক্ত শেয়ারকে ১ টাকার ফেসভ্যালু যুক্ত ১০টি শেয়ারে ভাগ করা হয়
আর তার ফলেই, বিনিয়োগকারীদের আরও বেশি মুনাফা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই সবসময় বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।