Multibagger stock high return: মাত্র ৩ টাকার স্টক থেকে লাখ লাখ টাকা ঘরে তুলছেন বিনিয়োগকারীরা?

Published : May 24, 2025, 10:09 PM ISTUpdated : May 25, 2025, 01:32 AM IST

Multibagger stock high return: প্রচুর মানুষ বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন (share market update)। 

PREV
111
যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন

তারা সবসময় ভালো রিটার্ন আশা করেন (share market investment)। 

211
কিন্তু ভালো রিটার্ন পেতে গেলে

বিনিয়োগটাও (market invest) সঠিক জায়গায় করা জরুরি। 

311
আর সেই জায়গায় দাঁড়িয়েই, মাল্টিব্যাগার স্টকগুলি সেরা অপশন হয়ে উঠতে পারে

কারণ, অল্প সময়ের মধ্যেই সেগুলি যথেষ্ট ভালো রিটার্ন দিতে পারে।

411
আর শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বিনিয়োগকারীদের বিরাট রিটার্ন দিয়েছে

আজ তেমন একটি স্টক নিয়েই কথা বলব (multibagger stocks higher returns)। 

511
মাত্র ৩ টাকার সেই স্টকের দাম আজ বৃদ্ধি পেয়ে এসে দাঁড়িয়েছে ৭৬ টাকায়

কার্যত, বিরাট মুনাফা লাভ করেছেন বিনিয়োগকারীরা। 

611
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বোম্বে স্টক এক্সচেঞ্জে এই স্টকটির দাম প্রায় ৮% বৃদ্ধি পায়

সেটি ৭৪ টাকায় ক্লোজ হয় এবং তারপর সপ্তাহের শেষ ট্রেডিং-এর দিনে আবার লম্বা লাফ দিয়ে স্টকটি এসে বন্ধ হয়েছে ৭৬.২০ টাকায় (multibagger stocks highest return)। 

711
কোন কোম্পানির স্টক?

সংস্থাটির নাম হল টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেড (TTML)। সংক্ষেপে যেটি টিটিএমএল নামে পরিচিত (Tata Teleservices)। 

811
নিম্নমুখী বাজারেও এই স্টকটি একাই ১৫% রিটার্ন দিয়েছে ইনভেস্টরদের

শুধু তাই নয়, মাত্র ২ দিনেই ২৮% রিটার্ন পাওয়া গেছে এই স্টকটি থেকে। অন্যদিকে, গত ৯টি ট্রেডিং সেশনের নিরিখে, টিটিএমএল-এর শেয়ারের দাম ৪৫% বৃদ্ধি পেয়েছে। ওদিকে গত ৭ মে, এই স্টকটির দাম নেমে গেছিল গত ৫২ সপ্তাহের সর্বনিম্ন লেভেল ৫০.০১ টাকায় (multibagger stocks for 2025)।

911
কী জানা যাচ্ছে?

এই লস মেকিং সংস্থা টাটা টেলিসার্ভিসেস লিমিটেডে নতুন করে বিনিয়োগ করতে চলেছে টাটা গ্রুপ (TATA Group) এবং এই টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেডকে ২০২৬ সালের মে মাসের মধ্যে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ ও অন্যান্য বকেয়া মিলিয়ে কেন্দ্রের কাছে জমা করতে হবে ১৯,২৫৬ কোটি টাকা। 

1011
মাত্র ৫ বছরেই মালামাল বিনিয়োগকারীরা

পরিসংখ্যান বলছে, বিগত ৫ বছরে এই সংস্থাটির স্টক থেকে ২৯০০% রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আর এই স্টকের দামও গত ৬ মাসে এক ধাক্কায় প্রায় ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে। 

1111
তাহলে হিসেবটা কী দাঁড়াচ্ছে?

কেউ যদি এই স্টকে ঠিক এক বছর আগে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে তা আজকের দিনে দাঁড়িয়ে হয়ে যেত ২৯ লাখ টাকা। কারণ, ৫ বছর আগে এই স্টকটির দাম ছিল ২.৬৫ টাকা। আর আজকের দিনের তা সর্বোচ্চ ৭৯.৪৫ টাকায় গিয়ে পৌঁছেছে।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories