মুম্বই থেকে কলকাতা সবচেয়ে সস্তা ফ্লাইট: আপনি যদি শীঘ্রই মুম্বই থেকে কলকাতা ভ্রমণ করতে চান, তাহলে অনেক বিমান সংস্থা দুর্দান্ত অফার দিচ্ছে। ট্রেনের ফার্স্ট এসির ভাড়ার চেয়েও কম টাকায় আপনি বিমান ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন।
এছাড়াও ১ জুলাই Akasa Air-এর আরেকটি ফ্লাইট রাত ১২.৩৫ মিনিটে মুম্বই থেকে উড়ান ভরবে এবং রাত ৩.২০ মিনিটে কলকাতা পৌঁছাবে। এর ইকোনমি ক্লাসের ভাড়া ৪৩০৯ টাকা।
58
মুম্বই থেকে কলকাতার জন্য IndiGo-এর ফ্লাইট কখন?
অন্যদিকে, IndiGo এয়ারলাইন্সের ফ্লাইট ১ জুলাই দুপুর ১২.৫০ মিনিটে মুম্বই থেকে উড্ডয়ন করবে এবং বিকেল ৩টা ৩৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে। এর ভাড়া ৪৫৯৯ টাকা।
68
দুরন্ত এক্সপ্রেসে ফার্স্ট এসির ভাড়া ৬৬২৫ টাকা
আপনি যদি ট্রেনে মুম্বই থেকে কলকাতা ভ্রমণ করেন তবে হাওড়া দুরন্তোর ফার্স্ট এসির ভাড়া ৬৬২৫ টাকা। সেকেন্ড এসিতে ৫২৭০ টাকা খরচ হবে।