স্বাস্থ্যবিমা নেওয়ার সময় এই কয়টি জিনিস মাথায় রাখুন, না-হলে টাকা দিয়েও সুবিধা মিলবে না

Published : Feb 05, 2025, 11:38 AM IST

স্বাস্থ্য বিমা নেওয়ার সময় সঠিক পলিসি বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কভারেজ, ওয়েটিং পিরিয়ড, নেটওয়ার্ক হাসপাতাল, ক্লেম প্রক্রিয়া এবং প্রিমিয়ামের তুলনায় কভারেজ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা জরুরি।

PREV
110

চিকিৎসা করতে গিয়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। স্বাস্থ্য বিমা প্রায় সকলেই নিয়ে থাকেন। বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে এই বিমার সুবিধা।

210

তবে, মোটা টাকার প্রিমিয়াম দিয়েও আসল সময় অনেকেই সুবিধা পান না। কিংবা হাসপাতালি ভর্তি হলে বিমা কার্ড থাকা সত্ত্বেও পকেট থেকে দিতে হয় মোটা টাকা।

310

তাই বিমা নেওয়ার সময় সঠিক পলিসি বেছে নেওয়া খুবই প্রয়োজন। এবার মেডিক্যাল পলিসি নেওয়ার সময় কয়টি জিনিস মাথায় রাখুন।

410

সবার আগে পলিসির কভারেজ বুঝতে হবে। জানতে হবে এটি হাসপাতালে ভর্তির আগে ও পরে খরচ দেবে কি না, এটা কি সার্জারি, ওষুধ ও ডায়গনস্টিক পরীক্ষার টাকে দেবে কি না জেনে নিন।

510

পলিসির ওয়েটিং পিরিয়ড সম্পর্কে জেনে নিন। আপনি যদি কোনও রোগের জন্য় টাকা চান তাহলে তা পলিসিতে কভার করা আছে কি না দেখে নিন।

610

পলিসির আওতায় থাকা নেটওয়ার্ক হাসপাতালগুলো আগে চেক করে নেবেন। তা ক্যাশলেস কি না জেনে নিন।

710

ক্লেম মেটানোর প্রক্রিয়া সম্পর্কে আগে জেনে নিন। কোন রোগগুলো পলিসির আওতায় আছে আর কোনগুলো নেই তা জেনে নিন।

810

প্রিমিয়ামে তুলনায় কতটা কভারেজ পাচ্ছেন তা আগে জেনে নিন।

910

অনেক সময় অনেকে সস্তার পলিসি নিয়ে থাকেন। কিন্তু, টাকা পাওয়ার সময় কিছু পাওয়া যায় না।

1010

তাই পলিসি নেওয়ার আগে বিস্তারিত জেনে নিন। সঠিক জায়গায় বিনিয়োগ করুন। তা না হলে পরে বিপদে পড়বেন।

click me!

Recommended Stories