Mutual Fund Highest Return: রক্তাক্ত বাজারেও ৯৭% রিটার্ন! বিনিয়োগ করেছেন এই ফান্ডগুলিতে?

Mutual Fund Highest Return: বিনিয়োগের মাধ্যম হিসেবে একটা বড় অংশের মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন। 

Subhankar Das | Published : Mar 29, 2025 4:37 PM
110
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটি বড় কারণ হল, ঝুঁকির পরিমাণ অনেকটাই কম

স্বাভাবিকভাবেই, শেয়ারে সরাসরি বিনিয়োগের পরিবর্তে একটা বড় অংশের মানুষই আজকাল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন (Mutual Fund Highest Return)।

210
তার মধ্যে আবার লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেশি

আর গত ১ বছরে, রক্তাক্ত বাজারেও দুর্দান্ত রিটার্ন দিয়েছে ৫টি আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ড (mutual fund highest return in one year)। 

410
প্রথমেই আছে মীরা অ্যাসেট ফান্ড (Mirae Asset NYSE FANG+ ETF FoF)

গত এক বছরে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ৪৭% (mutual fund return calculator)। 

510
বর্তমানে এই ফান্ডটিতে রয়েছে প্রায় ১ হাজার ৮৬৯ কোটি টাকা

গত ২০২১ সাল থেকেই বিনিয়োগকারীদের বেশ ভালো রিটার্ন দিয়ে চলেছে এই ফান্ডটি (mutual funds to invest)। 

610
মীরা অ্যাসেট হ্যাং স্যাং ফান্ড (Mirae Asset Hang Seng TECH ETF Fund of Funds)

অন্যতম একটি আন্তর্জাতিক ফান্ড এটি। গত ২০২১ সাল থেকে বিনিয়োগকারীরা এই ফান্ডটিতে বিনিয়োগ করে চলেছেন। এক বছরে এই ফান্ডের রিটার্ন প্রায় ৯৭ %।

710
মীরা অ্যাসেট হ্যাং স্যাং ETF (Mirae Asset Hang Seng TECH ETF)

গত বছরে এক বছরে এই ফান্ডটি রিটার্ন দিয়েছে ৬৪% এবং যার জেরে কার্যত ফুলেফেঁপে উঠেছেন বিনিয়োগকারীরা। 

810
নিপ্পন ইন্ডিয়া (Nippon India ETF Hang Seng BEES)

গত এক বছরে এর রিটার্ন ৫১% (mutual fund comparison)। 

910
সবশেষে ডিএসপি ওয়ার্ল্ড গোল্ড ইটিএফ (DSP World Gold FoF)

যদি কারও সোনাতে বিনিয়োগ করার স্বপ্ন থাকে, তাহলে এটির থেকে ভালো আর কিছু হতেই পারে না। এক বছরে রিটার্ন ৫৪%।

1010
অর্থাৎ, এই পাঁচটি ফান্ড থেকে বিপুল পরিমাণে রিটার্ন পাওয়া গেছে

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি আর্থিক ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos