চলতি বছর প্রায় ৮০ শতাংশ রিটার্ন দিয়েছে এই ৬ মিউচুয়াল ফান্ড। ৬টি ফান্ড ছিল দুর্দান্ত।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সাল ছিল দুর্দান্ত। চলতি বছর প্রায় ৮০ শতাংশ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ড। ৬টি ফান্ড ছিল দুর্দান্ত। কিন্তু ২০২৫ সালে এগুলি কেমন রিটার্ন দেবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
১. Mirai Asset NYSE FANG+ ETF FoF
চলতি বছর দারুণ রিটার্ন দিয়েছে Mirai Asset। রিটার্নের পরিবাণ ৮৭.২৬ শতাংশ। আগামী বছরই এটি দুর্দান্ত রিটর্ন দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২। Mirai Asset S&P 500 Top 50 ETF FoF
রিটার্নের ভিত্তিতে মিরাই অ্যাসেট রয়েছে দ্বিতীয় স্থানে। এখান থেকে বিনিয়োগকারীরা ৬৭.৬৫ শতাংশ রিটার্ন পেয়েছেন। আগামী বছরও ভাল রিটার্ন দেবে বলে আশা করছেন অনেকে।
৩। Mirai Asset NYSE FANG+ ETF
তৃতীয় স্থনে রয়েছে এই মিউচুয়াল ফান্ড। এই এক্সচেঞ্জ ফান্ডে বিনিয়োগকারীরা ৬২.৭২ শতাংশ রিটার্ন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক টেকনো এই স্টকে বিনিয়োগ করেছে।
৪। Motilal Oswal Midcap Fund
সফল মিউচুয়াল ফান্ডের চার নম্বরে রয়েছে এটি। ৬১.৯৩ শতাংশ রিটার্ন দিয়েছে। মিড ক্যাপ সেক্টরে দুরন্ত রিটার্নের কারণে ভাল লাভ পেয়েছে এই ফান্ড। এট আসলে এটি মিডক্য়াপ ফান্ড, যাতে ইনভেস্টাররা ২০২৪ সালে দারুণ রিটার্ন পেয়েছে।
৫। LIC MF Infrastructure Fund
রোড, রেল ও পাওয়ার প্রজেক্টে ইনভেন্ট করে এই ফান্ড। চলতি বছর এটি ছিল পাঁচ নম্বরে। বিনিয়োগকারীরা ৫৯.৩২ শতাংশ পেয়েছেন এই মিউচুয়াল ফান্ড থেকে।
৬। HDFC Defence Fund
প্রতিরক্ষাখাতে বিনিয়োগ করে দারুণ লাভের মুখ দেখছে এই মিউচুয়াল ফান্ড। ৫৫.৪৫ শতাংশ চলতি বছরে রিটার্ন দিয়েছে এই ফান্ড। ভারত সরকার ডিফেন্স সেক্টরে গুরুত্ব দেওয়ার ফলেই এই ফান্ড ভাল লাভ পেয়েছে। এটিও আগামী বছর গতি ধরে রাখতে পরে বলে অনুমান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।