বাজারে আসছে নতুন ১০ ও ৫০০ টাকার নোট? আগের নোট কি বাতিল? একথা জানিয়ে দিল আরবিআই

বাজারে আসতে চলেছে ১০ টাকা এবং ৫০০ টাকার নতুন নোট (New Currency Note)। কিন্তু কেন হঠাৎ নতুন নোট নিয়ে আসা হচ্ছে? এর পিছনে কী কারণ রয়েছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নতুন নোট নিয়ে আসার কথা জানিয়েছে। আর তাতেই সারা পড়ে গিয়েছে গোটা নেট দুনিয়ায়।

Parna Sengupta | Published : Apr 6, 2025 9:57 PM
19

অর্থবছরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন এক চমক নিয়ে হাজির।

29

এবার বাজারে আসতে চলেছে ১০ টাকা এবং ৫০০ টাকার নতুন নোট (New Currency Note)।

49

আর তাতেই সাড়া পড়ে গিয়েছে গোটা নেট দুনিয়ায়। কিন্তু কেন হঠাৎ আবার নতুন নোট নিয়ে আসা হচ্ছে? এর পিছনে কী কারণ রয়েছে?

59

তাহলে কি পুরোনো ১০ টাকার ও ৫০০ টাকার নোট বাতিল করা হচ্ছে!

69

জানা যাচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নতুন নোটগুলি মহাত্মা গান্ধী সিরিজের একটি অংশ হিসেবে আনতে চলেছে।

79

অনেকের মনে এখন প্রশ্ন আসছে, যে নতুন নোট চালু হলে কি আগের ১০ টাকা বা ৫০০ টাকার নোট বাতিল হয়ে যাবে?

89

কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে, এরকম ভাবনার কোন কারণ নেই। আগের ১০ টাকা এবং ৫০০ টাকার নোট আগের মতই চলবে।

99

মানে আপনার হাতে থাকা পুরনো নোটগুলি পুরোপুরি বৈধ এবং তা দিয়ে লেনদেন করতে পারবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos