UPI Payment: ইউপিআই ব্যবহারকারীদের জন্য বিরাট আপডেট! নতুন নিয়মগুলি জানেন তো?

আর সেই ‘ইউনিফায়েড পেমেন্টনস্ ইন্টারফেস বা UPI’-এর নিয়মে এবার বড় বদল আনল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।

দেশের কোটি কোটি মানুষ এখন অনলাইন পেমেন্টে অভ্যস্ত। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ টাকার ইউপিআই লেনদেন চলছে।

আর সেই ‘ইউনিফায়েড পেমেন্টনস্ ইন্টারফেস বা UPI’-এর নিয়মে এবার বড় বদল আনল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ‘প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা পিপিআই’ব্যবহারকারীদের এবার থার্ড পার্টি ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে লেনদেনের অনুমতি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় এই ব্যাঙ্ক।

Latest Videos

উল্লেখ্য, PPI-এর মধ্যে রয়েছে পেটিএম, ফোনপে ওয়ালেট এবং অ্যামাজ়ন পে-ওয়ালেট। আর থার্ড পার্টি ইউপিআই অ্যাপ হল গুগল পে বা ফোন পে। RBI-এর নতুন নিয়ামানুযায়ী, থার্ড পার্টি অ্যাপ দিয়ে পিপিআইতে টাকার লেনদেন করতে পারবেন গ্রাহকরা। এতদিন পর্যন্ত ইউপিআই পেমেন্ট সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা থার্ড পার্টি কোনও অ্যাপ্লিকেশনের সাহায্যে করার সুযোগ দিয়েছিল আরবিআই।

কিন্তু পিপিআই থেকে সমস্ত গ্রাহক ইউপিআই পেমেন্ট করতে পারতেন না। সেইজন্য, পিপিআই প্রদানকারী সংস্থার দেওয়া আলাদা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হত। নতুন পদ্ধতি চালু হওয়াতে সেই সমস্যা পুরোপুরি মিটল বলেই জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।

শুক্রবার, ২৭ ডিসেম্বর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে দেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক। সেখানে উদাহরণের সাহায্যে পুরো বিষয়টিকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ধরুন, কোনও একজন ব্যক্তি পেটিএম বা গুগল পে ওয়ালেটে টাকা লেনদেন করতে চাইছেন। কিন্তু তার জন্য তাঁর কাছে সংশ্লিষ্ট সংস্থার ইউপিআই অ্যাপ থাকতে হবে, এমনটা নয়। যে কোনও ইউপিআই অ্যাপের মাধ্যমে সেই লেনদেনগুলি তিনি সহজেই করতে পারবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র