ব্যাঙ্কের চেক নিয়ে জারি হল নয়া নিয়ম, এই সামান্য ভুলে বাতিল হয়ে যাবে চেক, RBI নির্দেশিকা কী বলছে?

Published : Jan 24, 2025, 03:31 PM IST

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ব্যাঙ্কের চেক নিয়ে নতুন নিয়মের খবরটি ভুয়ো। আরবিআই এমন কোনও নির্দেশিকা জারি করেনি। চেক লেখার জন্য নির্দিষ্ট কোনও কালির রঙ নিয়ে এমন কোনও নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্ক জারি করেনি।

PREV
110

নতুন বছরে একের পর এক নিয়ম বদলেছে ব্যাঙ্কিং সেক্টরে। ফের জারি হল নতুন এক নিয়ম।

210

ব্যাঙ্কের খোলা বন্ধের নিয়ম থেকে শুরু করে Fixed Deposite -র নিয়ম বদলেছে।

310

ব্যাঙ্কের চেক নিয়ে জারি হল নয়া নিয়ম, এই ভুলে বাতিল হয়ে যাবে চেক। জেনে নিন কী।

410

আর কালো কালিতে ব্যাঙ্কের চেক লেখা যাবে না। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে আরবিআই।

510

এমনই খবর ঘোরা ফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চলছে জল্পনা। সকলেই প্রশ্ন তুলেছেন কালো কালিতে লিখলে দোষ কি?

610

আসলে এই পোস্টটি ভুলো। সদ্য পিআইবি-র তরফে জানানো হয়েছে, চেক লেখার সময় কালো কালি ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে যে দাবি উঠেছে তা ভুল।

710

জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও নির্দেশিকা জারি করেনি।

810

পিআইবি-র ফ্যাক্ট চেক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, কালো কালির চেক লেখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশিকা জারি করেছে আরবিআই।

910

… এই দাবি সম্পূর্ণ ভুয়ো। এই দাবি সম্পূর্ণ ভুয়ো। চেক লেখার জন্য নির্দিষ্ট কোনও কালির রঙ নিয়ে এমন কোনও নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্ক জারি করেনি।

1010

অর্থাৎ, ব্যাঙ্কের চেক নিয়ে জারি হল নয়া নিয়ম কিংবা কালো কালিতে চেক লিখতে তা বাতিল হয়ে যাবে- এমন খবর ভুল।

click me!

Recommended Stories