এই নিয়ে নির্মলা সীতারামনের অষ্টম বাজেট, ভারতের ইতিহাসে কারা কতবার বাজেট পেশ করেছেন জানেন?

Published : Jan 26, 2025, 07:30 PM ISTUpdated : Jan 26, 2025, 08:05 PM IST
এই নিয়ে নির্মলা সীতারামনের অষ্টম বাজেট, ভারতের ইতিহাসে কারা কতবার বাজেট পেশ করেছেন জানেন?

সংক্ষিপ্ত

বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০১৯ সাল থেকে বাজেট পেশ করছেন। 

তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন। ভারতের ইতিহাসে টানা আটটি বাজেট পেশকারী প্রথম অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন। কিন্তু ভারতের ইতিহাসে সর্বাধিক বাজেট পেশকারী অর্থমন্ত্রী কারা জানেন?

২০২৪-২৫ বাজেট পেশের মাধ্যমে টানা সর্বাধিক বাজেট পেশের রেকর্ড পূর্বতন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে দিতে চলেছেন নির্মলা সীতারামন। এর আগে, দেশের ইতিহাসে টানা সর্বাধিক বাজেট পেশের রেকর্ড ছিল ১৯৫৯ সাল থেকে ১৯৬৩ সালের মধ্যে। মোট  ৬টি বাজেট পেশ করেন মোরারজি দেশাই। তবে সর্বাধিক বাজেট পেশের কৃতিত্ব এখনও মোরারজি দেশাইয়ের দখলেই আছে। এই পর্যন্ত তিনি মোট ১০ টি বাজেট পেশ করেছেন, এই রেকর্ড অবশ্য এখনও ভাঙা বাকি আছে।

মোরারজি দেশাই তাঁর প্রথম বাজেট ১৯৫৯ সালে পেশ করেন এবং টানা পাঁচ বছর পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। এছাড়া ১৯৫৯ সাল থেকে ১৯৬৩ সালের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাজেটও পেশ করেন। চার বছর পর, ১৯৬৭ সালে তিনি আরও একটি অন্তর্বর্তীকালীন বাজেট এবং ১৯৬৭, ১৯৬৮, ১৯৬৯ সালে তিনটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। ফলে, মোট ১০টি বাজেট তিনি পেশ করেছিলেন।

অন্যদিকে, মোট ৯বার বাজেট পেশকারী পূর্বতন অর্থমন্ত্রী পি. চিদম্বরম সর্বাধিক বাজেট পেশকারীদের মধ্যে রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৯৯৭ সালে, প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চা সরকারের সময় চিদম্বরম প্রথমবার বাজেট পেশ করেন। তারপর ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের সময়, তিন বছরের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময়কাল বাদ দিলে তিনি বেশ কয়েকবার বাজেট পেশ করেছেন।

অপরদিকে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অর্থমন্ত্রী থাকাকালীন আটটি বাজেট পেশ করেছিলেন। ভারতের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ বাজেট পেশ। গত ১৯৮২ সালে, তিনি প্রথমবার বাজেট পেশ করেন এবং ২০১২ সালে তাঁর শেষ বাজেট পেশ।

বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০১৯ সাল থেকে বাজেট পেশ করছেন।আর ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট পেশ হবে তাঁর টানা অষ্টম বাজেট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Gold-Silver Price Today: সোনার পতন, রুপোর উত্থান! বাজারে নতুন মোড়? জেনে নিন আজ কত দাম ১০ গ্রাম সোনার
কয়েক মিনিটেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! পার্সোনাল লোন অ্যাপের এই সুবিধাগুলি জেনে নিন