সরকারি চাকরি না করেও মাসে মাসে পাবেন ১ লক্ষ টাকা পেনশন! কীভাবে? জেনে নিন

বড় খবর। জানেন কি, আপনি যদি সরকারি চাকরি নাও করেন, তবু ১ লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন! দুর্দান্ত স্কিম রয়েছে মোদী সরকারের। রইল বিস্তারিত তথ্য।

 

Parna Sengupta | Published : Dec 8, 2024 10:16 AM IST
112

ভারতবর্ষের চাকরিজীবী হোক কিংবা যেকোনো পেশার মানুষ, সকলকেই সময়ের মধ্যে একটা পেনশন প্রকল্পে বিনিয়োগ করা উচিত।

212

সরকারি একাধিক দুর্দান্ত স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে আপনাকে আর অবসরের পর আর ভাবতে হবে না।

312

এখান থেকেই আপনি পাবেন ভবিষ্যৎ নিরাপত্তা। তাই মাসে ১ লাখ টাকা পেনশন পেতে হলে আপনাকে কিভাবে বিনিয়োগ করতে হবে, তার একটা হিসাব রইল আজকের প্রতিবেদনে।

412

কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কিম NPS National Pension Scheme. এই প্রকল্পে একদিকে যেমন উচ্চ সুদের হার দেওয়া হয়, আবার অন্যদিকে বৃদ্ধ ব্যক্তিদের কর থেকেও ছাড় দিচ্ছে সরকার।

512

এখানে বিনিয়োগ করতে পারেন সরকারি কর্মচারীরা থেকে শুরু করে যে কোনো বেসরকারি কর্মচারী অথবা একজন সাধারণ ব্যক্তিও।

612

এই পেনশন প্রকল্পে সুদের হার থাকে ৯% থেকে ১২%। এই স্কিমে বিনিয়োগের জন্য নূন্যতম বয়সসীমা হল ১৮ এবং সর্বোচ্চ বয়স সীমা ৭০ বছর।

712

এবার প্রশ্ন হল আপনি সরকারি চাকরি না করেও কিভাবে মাসে ১ লাখ টাকা পেনশন পাবেন।

812

যদি আপনি একজন বেসরকারি ক্ষেত্রে কর্মী হন তবে ন্যাশনাল পেনশন প্রকল্পে আপনাকে বুদ্ধি করে টাকা জমাতে হবে।

912

সেক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে ১ লাখ টাকা পেনশন চান তবে এখন থেকে মাসে প্রায় ৬০ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে।

1012

ফলে আপনার মোট বিনিয়োগ হবে ১.৫৮ কোটি টাকা। যদি প্রতিবছর এই প্রকল্প থেকে ১০ শতাংশ করে সুদ পান, তবে রিটার্নের পরিমাণ হবে ৩.৪৬ কোটি টাকা।

1112

আর ২০ বছর পর পেনশন ফান্ডে আপনার জমাকৃত অর্থের পরিমাণ হবে ৫.০৫ কোটি টাকা। যদি আপনি ২০ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তবে প্রতিমাসে আপনার ৩০০০০ টাকা টাকা ম্যাচিওর্ড হলে আপনি ৬০ শতাংশ তুলে নিতে পারেন।

এছাড়া আর বাকি ৪০ শতাংশ আপনাকে রাখতে হবে। মোটামুটি প্রায় ৩.০৩ কোটি টাকা আপনি তুলে নিতে পারবেন।

1212

আর বাকি পড়ে থাকা ২.০২ কোটি টাকার মধ্যে আপনি প্রতিবছর পাবেন ৬ শতাংশ সুদ রিটার্ন। আর সেই হিসাব ধরে আপনার হাতে প্রতিমাসে আসছে এক লক্ষ টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos