Fuel price: আজ কি কলকাতায় পেট্রোল আর ডিজেলের দাম বাড়ল? সকালেই দেখে নিন ৪ শহরের জ্বালানি তেলের দাম

Published : Jun 22, 2023, 06:25 AM IST
petrol price

সংক্ষিপ্ত

কলকাতা আর দেশের চার চার মেট্রো শহরের পেট্রোল আর ডিজেলের দাম দেখে নিন। একই সঙ্গে দেখে নিন কোনও বদল এল কিনা জ্বালানি তেলের দামে। 

পেট্রোল আর ডিজেলের দাম প্রায়ই ওঠানামা করে। বৃহস্পতিবার কলকাতা আর দেশের বাকি তিনটি মেট্রো শহরে পেট্রোল আর ডিজেলের দাম এক ঝলকে দেখেনিন।

কলকাতায় পেট্রোল আর ডিজেলের দামঃ

বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬ টাকা ৩ পয়সা। আর ডিজেলের দাম ৯২ টাকা ৭৬ পয়সা। গতকালের তুলনায় জ্বালানি তেলের দামে তেমন কোনও পরিবর্তন হয়নি।

দেশের তিন মেট্রো শহরে পেট্রোলের দাম-

দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা ৭২ পয়সা। চেন্নাইতে ১০২ টাকা ৬৩ পয়সা। আর মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১১১.৩৫ টাকা।

দেশের তিন মেট্রো শহরে ডিজেলের দাম-

চেন্নাইতে লিটার প্রতি ডিজেলের দাম ৯৪ টাকা ২৪ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম ৮৯ টাকা ৬২ পয়সা। আর মুম্বইয়ে ডিজেলের দাম ৯৭ টাকা ২৮ পয়সা।

কলকাতার মতই দেশের বাকি শহরগুলিতে জ্বালানি তেলের দামে কোনও পরিবর্তন হয়নি।

পেট্রোল আর ডিজেলের দাম ধার্য হওয়ার নিয়ম-

পেট্রোল আর ডিজেলের দাম ভারতে প্রতিদিনের ভিত্তিতে পরিবর্তন করা হবে। দুটি জ্বালানিতের দামই সকাল ৬টায় পরিবর্তন করা হয়। বিশ্বব্যপী তেলের দাম ঘোষণার মাত্র এক মিনিট পরেই এই দেশের পেট্রোল আর ডিজেসের দৈনিক দাম নির্ধারণ করা হয়। জ্বালানি দামের মধ্যে আবগারি শুল্ক, মূল্য সংযোগন করা হয়। ডিলালের কমিশনও এই দামের মধ্যে ধরা হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে ভ্যাট চার্জ বিভিন্ন আর সেক্ষেত্রে দামের পরিবর্তন করা হয়ে থাকে। পেট্রোলের খুচরা বিক্রয় মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন কারণ জ্বালানির দাম প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে রুপি থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বাড়ে, ভারতে দাম বাড়ে।

বিভিন্ন কারণ জ্বালানির দাম বিশেষত পেট্রোলের দাম প্রভাবিত হয়। এর মধ্যে রয়েছে টাকা থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়, তখন ভারতে দাম বেড়ে যায়। আবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে জ্বালানি তেলের দাম অনেক সময় কমিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ

আজবকাণ্ড! টাকশাল থেকে পাঠান ৮৮০৩২ কোটি টাকা মূল্যের ৫০০ টাকার নোট গায়েব RBI থেকে

ঐতিহ্যবাহী মহুয়া মদে মজে এই রাজ্য নিল বড় পদক্ষেপ, জানুন এক বোতলের দাম কত

জুন মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন বুধবারের পেট্রোল-দর 

PREV
click me!

Recommended Stories

মানি ম্যানেজমেন্ট: রবার্ট কিয়োসাকির ধনী হওয়ার ৫টি গোল্ডেন রুলস, জেনে নিন টিপস
India Italy Business: ইতালি–ভারত অর্থনৈতিক সহযোগিতা হবে আরও জোরদার? SIMEST এবং আইসিসি-র মধ্যে সমঝোতা চুক্তি