Today Petrol-Diesel Price: একধাক্কায় অনেকটা কমল জ্বালানি তেলের দাম! জানুন আপনার শহরে পেট্রোল-ডিজেলের দর

Published : May 03, 2025, 11:24 AM ISTUpdated : May 03, 2025, 11:28 AM IST

Today Fuel Price:  গাড়িতেপেট্রোল বা ডিজেল ভরবেন? একটু থেমে যান... একই শহরে দু-তিন কিলোমিটারে দাম বদলে যেতে পারে। সকাল ৬টায় কোথাও কোথাও তেলের দাম বদলেছে। জেনে নিন আজ কোথায় জ্বালানি সস্তা আর কোথায় দামি। 

PREV
16
দিল্লিতে আজকের জ্বালানির দাম

রাজধানীতে আজকে  পেট্রোলের দাম- ৯৪.৭৭ টাকা প্রতি লিটারে। এছাড়াও ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা প্রতি লিটার। 

26
মুম্বইতে আজকের জ্বালানির দাম

রাজধানী দিল্লির তুলনায় মুম্বইতে আজকের জ্বালানির দাম তুলনামূলক ভাবে কিছুটা বেশি। এই শহরে পেট্রোল- ১০৩.৫০ টাকা প্রতি লিটারে। অন্যদিকে ডিজেল- ৯০.০৩ টাকা প্রতি লিটার বলে জানা গিয়েছে। 

36
কলকাতায় আজকের জ্বালানির দাম

 শহর কলকাতায় আজকের জ্বালানির দর, পেট্রোল- ১০৫.০১ টাকা প্রতি লিটার। এবং ডিজেলের দাম ৯১.৮২ টাকা প্রতি লিটার। জায়গা ভিত্তিক এক এক শহরে কম-বেশি হয় জ্বালানি তেলের দাম। 

46
চণ্ডীগড়ে আজকের জ্বালানির দাম

শনিবার অর্থাৎ সপ্তাহান্তে চণ্ডীগড়ে পেট্রোলের দাম- ৯৪.৩০ টাকা প্রতি লিটার। এবং ডিজেল ৮২.৪৫ টাকা প্রতি লিটার। তবে এই শহরে পেট্রলের থেকে ডিজেলের দাম অনেকটাই কম। 

56
চেন্নাইতে পেট্রোল-ডিজেলের দাম

চেন্নাইতে আজ, ৩ মে অর্থাৎ শনিবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০.৮০ টাকা। দামের এই পরিবর্তনটা গত ১ মে থেকে হয়েছে। যখন দাম ০.১ টাকা কমেছে। গত ১০ দিনে পেট্রোলের দাম ১০০.৮০ টাকা থেকে ১০১.০৩ টাকার মধ্যে ওঠানামা করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই শহরে ডিজেলের আজকের দর, লিটার প্রতি ৯২.৩৯। যা শুক্রবারের তুলনায় কিছুটা কম। 

66
গুজরাটে পেট্রোল-ডিজেলের দাম

আজ গুজরাটে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪.৬০ থেকে ৯৫.১০ টাকার মধ্যে রয়েছে।  গান্ধীনগরে পেট্রোলের দাম ৯৫.১১ টাকা প্রতি লিটার। তবে শহর ভিত্তিক জ্বালানি তেলের দাম ওঠানামা করে। 

click me!

Recommended Stories