Arjun Singh on Dilip Ghosh: সস্ত্রীক দীঘা যেতেই বঙ্গ রাজনীতিতে শোরগোল। তাহলে কী এবার ঘাসফুলে যাচ্ছেন দিলীপ ঘোষ? বিস্তারিত জানুন….                     

Arjun Singh on Dilip Ghosh: সস্ত্রীক দীঘা যেতেই বঙ্গ রাজনীতিতে শোরগোল। তাহলে কী এবার ঘাসফুলে যাচ্ছেন দিলীপ ঘোষ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যেতেই বিজেপির অন্দরে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে একাধিক হাইপ্রোফাইল নেতার রোষানলে পড়েছেন তিনি। এবার প্রাক্তন সাংসদকে তীব্র আক্রমণ শানালেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)।

দিলীপ ঘোষ প্রসঙ্গে কী বলেছেন অর্জুন সিং (Arjun Singh News):-

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ''দিলীপ ঘোষ বিজেপিতে থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করছে! উনি দলে থেকে দলকে ছুঁড়ি মারচ্ছেন, আবার উনি নিজেকে বিজেপি বলছেন। আমরা তৃণমূলে যখন ছিলাম তখন CPM এর বিরুদ্ধে লড়াই করেছি! এখন বিজেপিতে আছি আমার বিরুদ্ধে ১৮৪ টা মামলা করেছে তৃণমূল। আর দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল-মিষ্টি পাঠাচ্ছেন। এই বিজেপি দিলীপ ঘোষ করছে? উনি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুত্বের সার্টিফিকেট দিয়েছেন।''

একই সঙ্গে তিনি আরও বলেন, ''দিলীপ ঘোষ দলের নেতা হতে পারে কিন্তু উনি জননেতা নন! শুভেন্দু অধিকারী জন নেতা। উনি জানেনই না, কালীঘাটে খাবার পাওয়া যায় না। উনি রাজ্যসভার টিকিট পাবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন।''

অন্যদিকে, গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় উদ্বোধন হয়েছে পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। রাজ্য সরকারের তৈরি এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে বুধবার বিকেলে দীঘায় মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। আর তারপর থেকেই দলের অন্দরে চর্চিত তিনি। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেওয়া, কুণাল ঘোষের সঙ্গে ছবি তোলা। বিষয়টি যে মোটেও ভালো চোখে দেখছে না দলের শীর্ষ নেতারা। তা আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল। তারপরও দমে যাননি দিলীপ ঘোষ।

অর্জুন সিংয়ের মন্তব্যের পাল্টা জবাবে তিনি আরও বলেন, ''আমি ২০১৫ সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করছি। তখন এই নেতা মমতা ব্যানার্জির কোলে খেলা করতেন। তার বাড়িতে গিয়ে উচ্ছিষ্ট খেতেন। বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। এখন হঠাৎ বিজেপি হয়েছেন। এরকম যারা হঠাৎ বিজেপি হয়ে লাফাচ্ছেন, তারা সকালে বিজেপিতে প্রাতরাশ করেন। তৃণমূলের বাড়িতে লাঞ্চ করেন। আবার রাতে বিজেপিতে ফিরে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ আঙুল তুলে এইকথা বলতে পারবে? দিলীপ ঘোষ এখন দলে চার আনার ফ্রি মেম্বার। তার কোনো পদ নেই। কিন্তু দিলীপ ঘোষ বিজেপিতে আছে। কারুর টিকিট চলে যেতে বা চাকরি চলে যেতে একেবারে ইঁদুরের মতো হুহু করে বিজেপি ছেড়ে চলে গেছিল। আবার হাওয়া ঘুরতে হুহু করে ফিরে আসছে। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না দেয়।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।