প্রজাতন্ত্র দিবসের পরও অপরিবর্তীত পেট্রল ডিজেলের দাম, দেশের চার মহানগরীতে আজ কতয় বিকোচ্ছে জ্বালানি?

Published : Jan 27, 2023, 10:10 AM IST
Petrol Diesel price

সংক্ষিপ্ত

আজ রাজধানীতে পেট্রলের দাম ৯৬.৭২ টাকা ও ডিজেল বিকোচ্ছে, ৮৯.৬২ টাকায়। দেশের অন্য মহানগরীগুলিতে কতয় বিকোচ্ছে জ্বালানি?

প্রজাতন্ত্র দিবসের পরও বদল নেই জ্বালানির দামে। যদিও এরমধ্যে বেশ বিশ্ববাজারে ওঠানামা করেছে অপরিশোধিত তেলের দাম। তবে দেশীয় বাজারে তার বিশেষ প্রভাব পড়েনি। গত বছরের মে মাসের পর থেকেই দেশীয় বাজারে জ্বালানির দামে বিশেষ পরিবর্তন আসেনি। নতুন বছরেও জ্বালানির দামে বিশেষ বদল দেখা যায়নি। ১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত রাজধানী-সহ দেশের একাধিক মেট্রো শহরে জ্বালানির দামে বিশেষ পরিবর্তণ আসেনি। আজ রাজধানীতে পেট্রলের দাম ৯৬.৭২ টাকা ও ডিজেল বিকোচ্ছে, ৮৯.৬২ টাকায়। দেশের অন্য মহানগরীগুলিতে কতয় বিকোচ্ছে জ্বালানি?

কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই, এই চার মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০২.৭৪ টাকা, ডিজেলের দাম ৯৪.৩৩ টাকা।

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

  • দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
  • মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
  • চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৬৫ টাকা, ডিজেল ৯৪.২৫টাকা।
  • কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।

PREV
click me!

Recommended Stories

ইন্ডিগোর আকাশে দুর্যোগ, DGCA-র কড়া হাতে রাশ! ৫% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত