প্রজাতন্ত্র দিবসের পরও অপরিবর্তীত পেট্রল ডিজেলের দাম, দেশের চার মহানগরীতে আজ কতয় বিকোচ্ছে জ্বালানি?

আজ রাজধানীতে পেট্রলের দাম ৯৬.৭২ টাকা ও ডিজেল বিকোচ্ছে, ৮৯.৬২ টাকায়। দেশের অন্য মহানগরীগুলিতে কতয় বিকোচ্ছে জ্বালানি?

Web Desk - ANB | Published : Jan 27, 2023 4:40 AM IST

প্রজাতন্ত্র দিবসের পরও বদল নেই জ্বালানির দামে। যদিও এরমধ্যে বেশ বিশ্ববাজারে ওঠানামা করেছে অপরিশোধিত তেলের দাম। তবে দেশীয় বাজারে তার বিশেষ প্রভাব পড়েনি। গত বছরের মে মাসের পর থেকেই দেশীয় বাজারে জ্বালানির দামে বিশেষ পরিবর্তন আসেনি। নতুন বছরেও জ্বালানির দামে বিশেষ বদল দেখা যায়নি। ১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত রাজধানী-সহ দেশের একাধিক মেট্রো শহরে জ্বালানির দামে বিশেষ পরিবর্তণ আসেনি। আজ রাজধানীতে পেট্রলের দাম ৯৬.৭২ টাকা ও ডিজেল বিকোচ্ছে, ৮৯.৬২ টাকায়। দেশের অন্য মহানগরীগুলিতে কতয় বিকোচ্ছে জ্বালানি?

কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই, এই চার মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০২.৭৪ টাকা, ডিজেলের দাম ৯৪.৩৩ টাকা।

Latest Videos

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর