
বিশ্ববাজারে ফের একবার দাম বাড়ল অপরিশোধিত তেলের। তবে ভারতীয় বাজারে এই মূল্যবৃদ্ধির বিশেষ প্রভাব পড়েনি। বছরের দ্বিতীয় সপ্তাহতেও অপরিবর্তিত জ্বালানির দাম। তবে বিশ্ববাজারে আজ অপরিশোধিত তেলের দাম খানিকটা বাড়লেও, ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচেই রয়েছে দাম। কলকাতায় আজও অপরিবর্তীত থাকল পেট্রল ডিজেলের দাম। দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও কার্যত একই থাকল তেলের দাম।
সপ্তাহের প্রথম দিনেই কলকাতা-সহ দেশের অন্যান্য মহানগরীতে আজ কত হল পেট্রল ডিজেলের দাম? চেন্নাইয়ে পেট্রল ডিজেলের দাম কয়েক পয়শা বেড়ে লিটার প্রতি ১০২.৬৫ ও ৯৪.২৫ টাকায় পৌঁছেছে। দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৬.৭২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৯.৬২ টাকা। কলকাতায় আজ পেট্রল লিটার প্রতি ১০৬.০৩ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯২.৭২ টাকা। মুম্বইয়ে পেট্রলের বিকোচ্ছে লিটার প্রতি ১০৬.৩১ টাকা ও ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ৯৪.২৭ টাকায়।
আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?
আরও পড়ুন -
সোমবার ফের একধাক্কায় বেড়ে গেল সোনার দাম, ২২ ও ২৪ ক্যারেটের দাম কোথায় ঠেকল
সপ্তাহের শুরুতেই সোনা ও রূপোর দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের ১০ গ্রামের দর
বছরের প্রথম সপ্তাহেও পরিবর্তন নেই জ্বালানির দামে, জানুন আজ কলকাতায় কত হল পেট্রল ডিজেলের দাম