সংক্ষিপ্ত
পরিসংখ্যান অনুযায়ী গত বছরের মে মাসে পেট্রল ডিজলের দামে আবগারি শুল্ক কমেছিল। তারপর টানা পরিবর্তন নেই জ্বালানির দামে। নতুন বছরে মাত্র কয়েকটি শহরেই পেট্রল ডিজেলের দামে কয়েক পয়শার পরিবর্তন এসেছে।
আন্তর্জাতিক বাজারে ওঠানামা করলেও দেশীয় বাজারে টানা অপরিবর্তীত জ্বালানীর দাম। সম্প্রতিই আন্তর্জাতিক বাজারে বেশ খানিকটা বেড়েছিল অপরিশোধিত তেলের দাম। গত ২৪ ডিসেম্বরই রেকর্ড হারে বেড়েছিল অপরিশোধিত তেলের দাম। কিন্তু দেশীয় বাজারে তার বিশেষ প্রভব পড়েনি। দেশের মহানগরীগুলিতে টানা অপরিবর্তীত তেলের দাম। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ একাধিক শহরে জ্বালানির দামে বিশেষ বদল আসেনি। পরিসংখ্যান অনুযায়ী গত বছরের মে মাসে পেট্রল ডিজলের দামে আবগারি শুল্ক কমেছিল। তারপর টানা পরিবর্তন নেই জ্বালানির দামে। নতুন বছরে মাত্র কয়েকটি শহরেই পেট্রল ডিজেলের দামে কয়েক পয়শার পরিবর্তন এসেছে। নতুন বছরেও তেমন বদল আসেনি।
কলকাতা-সহ দেশের অন্যান্য মহানগরীতে আজ কত হল পেট্রল ডিজেলের দাম? চেন্নাইয়ে পেট্রল ডিজেলের দাম কয়েক পয়শা বেড়ে লিটার প্রতি ১০২.৬৫ ও ৯৪.২৫ টাকায় পৌঁছেছে। দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৬.৭২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৯.৬২ টাকা। কলকাতায় আজ পেট্রল লিটার প্রতি ১০৬.০৩ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯২.৭২ টাকা। মুম্বইয়ে পেট্রলের বিকোচ্ছে লিটার প্রতি ১০৬.৩১ টাকা ও ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ৯৪.২৭ টাকায়।
আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?
- দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
- মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
- চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৬৫ টাকা, ডিজেল ৯৪.২৫টাকা।
- কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।
আরও পড়ুন -
টুইটারের পর এবার আইটি জায়ান্ট অ্যামাজন, ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে সংস্থা
বছরের প্রথম দিনেই মূল্যবৃদ্ধির ছেঁকা, ফের একবার দাম বাড়ল রান্নার গ্যাসের, জানুন নতুন দাম