বছরের শুরুতেই বিশ্ব বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম, দেশীয় বাজারেও কি প্রভাব পড়বে? জানুন আজ কোন শহরে কতয় বিকোচ্ছে জ্বালানি

২০২২ সালের মে মাসেই পেট্রল ডিজলের দামে আবগারি শুল্ক কমেছিল। তারপর টানা পরিবর্তন নেই জ্বালানির দামে। নতুন বছরে মাত্র কয়েকটি শহরেই পেট্রল ডিজেলের দামে কয়েক পয়শার পরিবর্তন এসেছে।

Web Desk - ANB | Published : Jan 2, 2023 4:04 AM IST

বছরের শুরুতেই বাড়ল অপরিশোধিত তেলের দাম। তবে দেশীয় বাজারে এই মূল্যবৃদ্ধির বিশেষ প্রভাব পড়েনি। দেশের চার মহানগরেই প্রায় অপরিবর্তীত জ্বালানির দাম। চেন্নাই বাদে অন্যান্য শহরে পেট্রল ডিজেলের দামে বিশেষ পরিবর্তন আসেনি। গত ছ'মাসে পেট্রল ডিজেলের দামে বিশেষ পরিবর্তন হয়নি। গত বছরের ২২ মে শেষ জ্বালানির দামে পরিবর্তন দেখা গিয়েছিল। ২০২২ সালের মে মাসেই পেট্রল ডিজলের দামে আবগারি শুল্ক কমেছিল। তারপর টানা পরিবর্তন নেই জ্বালানির দামে। নতুন বছরে মাত্র কয়েকটি শহরেই পেট্রল ডিজেলের দামে কয়েক পয়শার পরিবর্তন এসেছে।

নতুন বছরের দ্বিতীয় দিনেই বাড়ল জ্বালানির দাম। প্রায় ছ'মাস পর পেট্রল ডিজেলের দামে কোনও পরিবর্তন এল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়াই এই মূল্যবৃদ্ধির কারণ। নতুন বছরে এক লাফে অনেকটাই বাড়ল অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছল ৮৬ ডলারের কাছাকাছি। আজ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৫.৯১ ডলার ও WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮০.২৬ ডলার। দেশীয় বাজারে এই দামের বিশেষ প্রভাব পড়েনি। চেন্নাইয়ে পেট্রল ডিজেলের দাম কয়েক পয়শা বেড়ে লিটার প্রতি ১০২.৬৫ ও ৯৪.২৫ টাকায় পৌঁছেছে। দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৬.৭২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৯.৬২ টাকা। কলকাতায় আজ পেট্রল লিটার প্রতি ১০৬.০৩ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯২.৭২ টাকা। মুম্বইয়ে পেট্রলের বিকোচ্ছে লিটার প্রতি ১০৬.৩১ টাকা ও ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ৯৪.২৭ টাকায়।

বছরের দ্বিতীয় দিনে কোন শহরে কত দাম পেট্রল ডিজেলের?

 

আরও পড়ুন - 

বছরের প্রথম দিনেই মূল্যবৃদ্ধির ছেঁকা, ফের একবার দাম বাড়ল রান্নার গ্যাসের, জানুন নতুন দাম

সপ্তাহের শেষে হুড়মুড়িয়ে বেড়ে গেল সোনা ও রূপোর দাম, কলকাতার দর কত

ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, ফুল ক্রিম ও টোনড দুধের জন্য কত টাকা দিতে হবে, জেনে নিন

 

Share this article
click me!