বছরের শুরুতেই বিশ্ব বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম, দেশীয় বাজারেও কি প্রভাব পড়বে? জানুন আজ কোন শহরে কতয় বিকোচ্ছে জ্বালানি

Published : Jan 02, 2023, 09:34 AM IST
Diesel Petrol Price, Diesel Price, Petrol Price, Petrol Price in Rajasthan, Diesel Price in Rajasthan, Petrol Price in Sri Ganganagar

সংক্ষিপ্ত

২০২২ সালের মে মাসেই পেট্রল ডিজলের দামে আবগারি শুল্ক কমেছিল। তারপর টানা পরিবর্তন নেই জ্বালানির দামে। নতুন বছরে মাত্র কয়েকটি শহরেই পেট্রল ডিজেলের দামে কয়েক পয়শার পরিবর্তন এসেছে।

বছরের শুরুতেই বাড়ল অপরিশোধিত তেলের দাম। তবে দেশীয় বাজারে এই মূল্যবৃদ্ধির বিশেষ প্রভাব পড়েনি। দেশের চার মহানগরেই প্রায় অপরিবর্তীত জ্বালানির দাম। চেন্নাই বাদে অন্যান্য শহরে পেট্রল ডিজেলের দামে বিশেষ পরিবর্তন আসেনি। গত ছ'মাসে পেট্রল ডিজেলের দামে বিশেষ পরিবর্তন হয়নি। গত বছরের ২২ মে শেষ জ্বালানির দামে পরিবর্তন দেখা গিয়েছিল। ২০২২ সালের মে মাসেই পেট্রল ডিজলের দামে আবগারি শুল্ক কমেছিল। তারপর টানা পরিবর্তন নেই জ্বালানির দামে। নতুন বছরে মাত্র কয়েকটি শহরেই পেট্রল ডিজেলের দামে কয়েক পয়শার পরিবর্তন এসেছে।

নতুন বছরের দ্বিতীয় দিনেই বাড়ল জ্বালানির দাম। প্রায় ছ'মাস পর পেট্রল ডিজেলের দামে কোনও পরিবর্তন এল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়াই এই মূল্যবৃদ্ধির কারণ। নতুন বছরে এক লাফে অনেকটাই বাড়ল অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছল ৮৬ ডলারের কাছাকাছি। আজ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৫.৯১ ডলার ও WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮০.২৬ ডলার। দেশীয় বাজারে এই দামের বিশেষ প্রভাব পড়েনি। চেন্নাইয়ে পেট্রল ডিজেলের দাম কয়েক পয়শা বেড়ে লিটার প্রতি ১০২.৬৫ ও ৯৪.২৫ টাকায় পৌঁছেছে। দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৬.৭২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৯.৬২ টাকা। কলকাতায় আজ পেট্রল লিটার প্রতি ১০৬.০৩ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯২.৭২ টাকা। মুম্বইয়ে পেট্রলের বিকোচ্ছে লিটার প্রতি ১০৬.৩১ টাকা ও ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ৯৪.২৭ টাকায়।

বছরের দ্বিতীয় দিনে কোন শহরে কত দাম পেট্রল ডিজেলের?

  • দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
  • মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
  • চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৬৫ টাকা, ডিজেল ৯৪.২৫টাকা।
  • কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।

 

আরও পড়ুন - 

বছরের প্রথম দিনেই মূল্যবৃদ্ধির ছেঁকা, ফের একবার দাম বাড়ল রান্নার গ্যাসের, জানুন নতুন দাম

সপ্তাহের শেষে হুড়মুড়িয়ে বেড়ে গেল সোনা ও রূপোর দাম, কলকাতার দর কত

ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, ফুল ক্রিম ও টোনড দুধের জন্য কত টাকা দিতে হবে, জেনে নিন

 

PREV
click me!

Recommended Stories

মানি ম্যানেজমেন্ট: রবার্ট কিয়োসাকির ধনী হওয়ার ৫টি গোল্ডেন রুলস, জেনে নিন টিপস
India Italy Business: ইতালি–ভারত অর্থনৈতিক সহযোগিতা হবে আরও জোরদার? SIMEST এবং আইসিসি-র মধ্যে সমঝোতা চুক্তি