টানা ৩০০ দিন অপরিবর্তিত জ্বলানির দাম, আজ কলকাতায় কত পেট্রল-ডিজেলের দর?

শুক্রবার কলকাতা-সহ অন্যান্য মেট্রো শহরে কতয় বিকোচ্ছে জ্বালানি? দেখে নেওয়া যাক।

সপ্তাহান্তেও কমল না জ্বালানির দাম। এই নিয়ে টানা ৩০০ দিন অপরিবর্তিত পেট্রল ডিজেলের দাম। প্রতিদিনের মতো শুক্রবারও হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়ামের মতো দেশের প্রধান তেল বিপনন সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের দাম প্রকাশ করেছে। কিন্তু আজও দেশের চার বড় শহরে দামে বিশেষ পরিবর্তন এলো না। গত কয়েকদিনে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে একাধিকবার পরিবর্তন এলেও বিশ্ববাজারে তাঁর প্রভাব দেখা যায়নি। উল্লেখ্য WTI অপরিশোধিত তেলের দর এদিন ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছিল ০.৯৬ ডলার। যার জেরে দেশীয় বাজারেও এবার কমেছিল জ্বালানির দাম। হিমাচল প্রদেশে পেট্রলের দাম কমল ৬৩ পয়সা। হিমাচল প্রদেশে আজ পেট্রল লিটার প্রতি ৯৫.০৭টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৪.৩৮ টাকা। এছাড়া জ্বালানির দাম কমেছে হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং তেলেঙ্গনা-সহ আরও বেশ কিছু রাজ্যে। অন্য দিকে পঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র-সহ বেশ কিছু রাজ্যে বেড়েছে জ্বালানির দাম। শুক্রবার কলকাতা-সহ অন্যান্য মেট্রো শহরে কতয় বিকোচ্ছে জ্বালানি? দেখে নেওয়া যাক।

কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক। পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই, এই চার মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০২.৭৪ টাকা, ডিজেলের দাম ৯৪.৩৩ টাকা।

Latest Videos

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।

আরও পড়ুন - 

শুক্রবারে বিগ বাম্পার, রেকর্ড দরের চেয়ে কতটা সস্তা হল সোনার দাম, রূপোর দর কোথায় ঠেকল

আজ কলকাতায় পেট্রোল আর ডিজেলের দাম কত? এক নজরে দেশের বাকি মেট্রো শহরের জ্বালানি তেলের দাম রইল

বুধেও কি অপরিবর্তিত জ্বালানির দাম? দেখে নিন দেশের চার মহানগরীতে পেট্রল-ডিজেলের দর

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল