সংক্ষিপ্ত
কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক।
বুধবারও পরিবর্তন নেই পেট্রল ডিজেলের দামে। প্রতিদিনই আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করে পেট্রল-ডিজেলের দাম নির্ধারন করে দেশের তেল বিপনন সংস্থাগুলি। কিন্তু গত কয়েক মাসে আর্ন্তজাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠাপড়া করলেও দেশীয় বাজারে তাঁর প্রভাব দেখা যায়নি। গত কয়েকদিন আগেও WTI অপরিশোধিত তেলের দর এদিন ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছিল ০.৯৬ ডলার। যার জেরে দেশীয় বাজারেও এবার কমেছিল জ্বালানির দাম। হিমাচল প্রদেশে পেট্রলের দাম কমল ৬৩ পয়সা। হিমাচল প্রদেশে আজ পেট্রল লিটার প্রতি ৯৫.০৭টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৪.৩৮ টাকা। এছাড়া জ্বালানির দাম কমেছে হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং তেলেঙ্গনা-সহ আরও বেশ কিছু রাজ্যে। অন্য দিকে পঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র-সহ বেশ কিছু রাজ্যে বেড়েছে জ্বালানির দাম। তবে দেশের চার মহানগরীতে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। আজ দেশের চার বড় শহরে জ্বালানির দাম কত?
কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক। পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই, এই চার মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০২.৭৪ টাকা, ডিজেলের দাম ৯৪.৩৩ টাকা।
আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?
- দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
- মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
- চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৬৫ টাকা, ডিজেল ৯৪.২৫টাকা।
- কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।
দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?
দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।
আরও পড়ুন -
ধেয়ে আসছে কালবৈশাখী, বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গে
লাগাতার বেড়েই চলেছে সোনার দাম, কলকাতায় আজ হলুদ ধাতুর দর কোথায় ঠেকল
অব্যহত জ্বলানির জ্বালা, জেনে নিন কোন শহরে কতয় বিকোচ্ছে পেট্রল-ডিজেল