Fuel Price: সোমবার কি কলকাতায় বাড়ল পেট্রোল আর ডিজেলের দাম? দেখে নিন আজকের তালিকা

ভারতের কোন রাজ্যের কোন শহরে আজ কমে গেল পেট্রোলের দাম, ডিজেলের দামে হেরফের হল কতটা, জ্বালানি তেলের লেটেস্ট মূল্যের তালিকা দেখে নিন এক নজরে। 

ভারতের আভ্যন্তরীণ কোম্পানিগুলি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অপরিশোধিত তেলকে পরিশোধিত পেট্রোল এবং ডিজেলে রূপান্তরিত করে, যা পরে খুচরো বিক্রেতাদের কাছে বিতরণ করা হয়ে থাকে এবং জ্বালানি তেল পরিবেশকদের দ্বারা সমস্ত জ্বালানী স্টেশনে বিক্রি করা হয়। দেশের অপরিশোধিত তেলের প্রয়োজনীয়তা পূরণ করে এমন কয়েকটি ভারতীয় কোম্পানির মধ্যে রয়েছে ওএনজিসি, কেয়ার্ন ইন্ডিয়া লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অয়েল ইন্ডিয়া ইত্যাদি।

অগাস্ট মাসে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। সোমবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

Latest Videos

মুম্বইতে সোমবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে সোমবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে সোমবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম অগাস্ট মাসে একই রয়েছে। এই মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১,১২৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১,১০২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১,১০৩ টাকা করে।

আরও পড়ুন-

Weather News: বৃষ্টি আরও বাড়ার পুর্বাভাস, সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাব দুই বাংলায়
Independence Day: লালকেল্লায় স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি, নার্স ও কৃষকদের আমন্ত্রণ

Khalistani Attack: আবার হিন্দু মন্দিরে ভাঙচুর! কানাডায় খালিস্তানি দুষ্কৃতীদের তাণ্ডব
Independence Day 2023: গাড়িতে জাতীয় পতাকা লাগালেই জেল হতে পারে, জেনে নিন পতাকা লাগানোর অধিকার শুধুমাত্র কাদের আছে

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট