সংক্ষিপ্ত
কোন কোন পদে আসীন থাকলে, তবেই আপনি নিজের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর অধিকারী পাবেন? স্বাধীনতা দিবসের আগে অবশ্যই জেনে নিন।
২০০২ সালে বিধিত দ্য ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া-র বিধান অনুসারে, প্রত্যেক সাধারণ ভারতীয় নাগরিকের নিজের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর অধিকার নেই। শুধুমাত্র হাতেগোনা কয়েকজন বিশিষ্ট ব্যক্তির জন্যই এই অনুমতি দেওয়া হয়। ভারতীয় জাতীয় পতাকা ভারতের জনগণের আশা-আকাঙ্খার প্রতিনিধিত্ব করে। ভারতের জাতীয় পতাকা প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের প্রতীক। আমাদের জাতীয় পতাকার মর্যাদা নিশ্চিত করতে ভারত সরকার জাতীয় পতাকা ওড়ানোর জন্য কতগুলি বিধিবদ্ধ নিয়ম তৈরি করেছে। শুধুমাত্র কারা নিজেদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর অধিকার পাবেন, তার তালিকাও নির্দিষ্ট আছে।
১৯৫০ সালের জাতীয় পতাকার প্রদর্শন প্রতীক ও নাম (অনুপযুক্ত ব্যবহার প্রতিরোধ) সম্পর্কিত আইন এবং ১৯৭১ সালের জাতীয় সম্মান আইন দ্বারা জাতীয় পতাকার যথেষ্ট ব্যবহার নিয়ন্ত্রিত হয়। ২০০২ সালে ভারতের পতাকা কোড সব আইনকে একত্রিত করার চেষ্টা করেছে। জেনে নিন জাতীয় পতাকা সম্পর্কিত আইন, সম্মেলন ও নির্দেশাবলী। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, ২০২২ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম তালিকাভুক্ত করেছে, যাঁরা তাঁদের যানবাহনে জাতীয় পতাকা ওড়াতে পারেন, যখনই তাঁরা এটা প্রয়োজনীয় বা পরামর্শযোগ্য মনে করে থাকেন।
যে সকল গণ্যমান্য ব্যক্তিরা তাদের গাড়িতে জাতীয় পতাকা ওড়াতে পারবেন তাঁদের তালিকা :
১ | ভারতের রাষ্ট্রপতি |
২ | ভারতের উপরাষ্ট্রপতি |
৩ | গভর্নর এবং লেফটেন্যান্ট গভর্নর |
৪ | বিদেশে ভারতীয় মিশন বা পোস্টের প্রধানরা (যে দেশে তাঁরা স্বীকৃত) |
৫ | প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা |
৬ | কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা |
৭ | একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা |
৮ | একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী |
৯ | লোকসভার স্পিকার |
১০ | লোকসভার ডেপুটি স্পিকার |
১১ | রাজ্যগুলির আইন পরিষদের চেয়ারম্যানরা |
১২ | রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার স্পিকাররা |
১৩ | রাজ্যগুলির আইন পরিষদের ডেপুটি চেয়ারম্যানরা |
১৪ | রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার ডেপুটি স্পিকাররা |
১৫ | ভারতের প্রধান বিচারপতি |
১৬ | সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা |
১৭ | হাইকোর্টের প্রধান বিচারপতি |
১৮ | হাইকোর্টের অন্যান্য সব বিচারপতিরা |
যখন বিদেশ থেকে আগত কোনও বিশিষ্ট ব্যক্তি ভারত সরকার প্রদত্ত গাড়িতে ভ্রমণ করেন, তখন তাঁর গাড়ির ডান পাশে ভারতের পতাকা এবং তাঁর নিজস্ব দেশের পতাকা ওই গাড়িটির বাম পাশে ওড়ানোর নিয়ম রয়েছে।
উপরের তালিকা থেকে অবশ্যই এই বিষয়টি স্পষ্ট যে, আসন্ন স্বাধীনতা দিবসের দিন যে কোনও সাধারণ মানুষ নিজের গাড়িতে জাতীয় পতাকা লাগাতে পারবেন না। শুধুমাত্র বিশিষ্ট ব্যক্তিরাই তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন-
স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে অপসারণের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
Photos Vastu Direction: বাড়িতে কোনও ছবি টাঙালে ৮টি মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলুন
Chandrayaan 3 vs Luna 25: ভারতকে টক্কর দিচ্ছে রাশিয়া, চন্দ্রযানের আগেই চাঁদে পৌঁছে যাবে লুনা?