onePe Credit Score: ফোনপে ক্রেডিট কার্ড নিলে ক্রেডিট স্কোর কতটা কমবে জানেন?

ক্রেডিট স্কোর: বর্তমানে আর্থিক শৃঙ্খলা বাড়ছে, তাই ক্রেডিট স্কোর ভালো রাখতে সবাই চেষ্টা করছে। এই বিষয়ে সচেতনতা বাড়ছে। কিন্তু ক্রেডিট স্কোরকে কী কী প্রভাবিত করে, তা হয়তো অনেকেরই অজানা। তাই ফোনপে নিয়ে এসেছে নতুন ফিচার। এই ফিচারের সুবিধা কী? 

Subhankar Das | Published : Mar 29, 2025 5:52 PM
15
স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় সবাই ফোনপে ব্যবহার করেন

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফোনপে নতুন ফিচার নিয়ে আসে। সম্প্রতি ফোনপে-র ইন্টারফেস আপডেট হয়েছে। নতুন ফিচারের মধ্যে একটি ফিচার হল ক্রেডিট স্কোর দেখা।

25
ক্রেডিট কার্ড ও লোন ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি খুব দরকারি

আমরা জানি, ক্রেডিট স্কোর লোন ও ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করে। কিন্তু লোন নিলে ক্রেডিট স্কোর কতটা কমবে, বা ক্রেডিট কার্ডের লিমিট কেমন থাকলে স্কোরের ওপর প্রভাব পড়বে, তা জানা কঠিন। ফোনপে-র এই ফিচারে এটা খুব সহজ। 
 

35
* প্রথমে আপনার ফোনে ফোনপে অ্যাপ খুলুন

* তারপর নিচের দিকে স্ক্রল করে লোন সেকশনটি খুলুন। 

* লোন সিলেক্ট করে নিচে স্ক্রল করলে ক্রেডিট স্কোর অপশনটি দেখতে পাবেন। যারা প্রথমবার ফোনপে ব্যবহার করছেন, তাদের জন্য 'গেট ইয়োর ক্রেডিট স্কোর' অপশনটি আসবে। প্রয়োজনীয় তথ্য দিলে আপনার ক্রেডিট স্কোর দেখতে পাবেন। 
 

45
* ক্রেডিট স্কোর ক্লিক করার পরে আপনার ক্রেডিট স্কোর দেখতে পাবেন

তার নিচে 'সি হাউ ইয়োর ক্রেডিট স্কোর চেঞ্জেস' অপশনটি সিলেক্ট করুন। 

* এখানে নতুন লোন, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের বিল না দিলে কী হবে, ক্রেডিট কার্ড বন্ধ করলে কী হবে, এই অপশনগুলো দেখতে পাবেন। 

55
* আপনি যেটা সিলেক্ট করবেন

তার ওপর ভিত্তি করে আপনার ক্রেডিট স্কোরের ওপর কেমন প্রভাব পড়বে, তা জানতে পারবেন। এর থেকে আপনি আপনার আর্থিক পরিকল্পনা করতে পারবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos