Budget 2025: বাজেট নিয়ে বিশেষ মন্তব্য মোদীর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে কী বললেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য করছাড়, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ এবং জীবনদায়ী ওষুধের দাম কমানোর ঘোষণা। প্রধানমন্ত্রী বাজেটকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করেছেন।
Sayanita Chakraborty | Updated : Feb 01 2025, 03:28 PM IST
110

অষ্টমবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। মধ্যবিত্তদের করছাড় থেকে জীবনদায়ী ওষুধের দাম কমল।

210

তেমনই শিক্ষাক্ষেত্রে বিপুল বিনিয়োগের কথা জানিয়েছেন। এআই-র ব্যবহার বাড়াতে বিনিয়োগ করা হবে বিপুল অর্থ। তেমনই চামড়ার জিনিস, বৈদ্যুতিক গাড়ি ও বরফ জাত মাছের দাম কমল।

310

তেমনই দেশীয় পোশাকের দাম কমল। সস্তা হল ক্যান্সারের ওষুধ ও জীবন রক্ষাকারী ওষুধ।

Related Articles

410

দাম কমেছে এলইডি টিভি-র, ইভি ব্যাটারির, জিংক, লিথিয়াম ব্যাটারি, ফ্রোজেন ফিশ পেস্টের।

510

জাহাজ তৈরির জিনিসের দাম কমল। দাম কমল মেরিন প্রোডাক্টের।

610

চাষিদের জন্য ঋণ সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে। চালু বল ধন ধান্য কৃষি যোজনা।

710

এবার বাজেট নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। মন্তব্য করলেন বাজেট নিয়ে। বললেন, ‘অসাধারণ বাজেট’।

810

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্মলা সীতারমনকে বলেন,

‘বাজেট খুব ভালো হয়েছে, সবাই আপনার প্রশংসা করছে’।

910

জানা গিয়েছে, এদিন বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নিজেই অর্থমন্ত্রীর আসনের কাছে যান। সেখানে নির্মলা বসেছিলেন। সেখানে প্রধানমন্ত্রী তাঁর প্রশংসা করেন।

1010

এটি ছিল তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এবার একাধিক বড় ঘোষণা হয়েছে বাজেটে। আয়কর ছাড় বাড়ানো হয়েছে ১২ লক্ষ টাকা। প্রবীণ নাগরিকদের টিডিএসে ছাড় বাড়য়ে হয়েছে ১ লক্ষ।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos