Post Office Scheme: মাত্র ১০০ টাকা জমিয়েই ২ লক্ষ টাকা রিটার্ন! দুর্দান্ত সুযোগ দিচ্ছে পোস্ট অফিস

Published : May 28, 2025, 09:07 AM ISTUpdated : May 28, 2025, 09:08 AM IST

মাত্র ১০০ টাকা করে সঞ্চয় করলেই ৫ বছর পর ২ লক্ষ টাকার বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু কীভাবে? চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি। পোস্ট অফিসের এই প্রকল্পটির নাম হল রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme)।

PREV
110

ভারতীয় ডাক বিভাগ জনকল্যাণমূলক উদ্দেশ্যে এক এক সময় নতুন প্রকল্পের সূচনা করে। যার সুবিধার দেশের সাধারণ থেকে মধ্যবিত্ত পরিবার পেয়ে থাকে।

210

ভারতীয় ডাক বিভাগ যেহেতু সরকারি সংস্থা তাই অন্যান্য বেসরকারি সংস্থাগুলোর তুলনায় এর নির্ভরশীলতা অনেক বেশি। তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগকেই সকলে বেছে নেয়।

310

রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme) হল একটি নিরাপদ বিনিয়োগ পদ্ধতি, যা ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয়।

410

আসলে এটি হল এমন একটি সঞ্চয় প্রকল্প, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলে নির্ধারিত মেয়াদ শেষে সুদসহ সেই টাকা ফেরত পাওয়া যায়।

510

তবে হ্যাঁ, পোস্ট অফিসের আরডি স্কিমের মেয়াদ ৫ বছরের জন্য হয় এবং এখানে বার্ষিক 6.7% হারে সুদ পাওয়া যায়।

610

হিসাব বুঝে নিন…

ধরুন, আপনি প্রতিদিন মাত্র ১০০ টাকা করে এই স্কিমে জমাচ্ছেন। মানে মাসে আপনাকে ৩০০০ টাকা জমাতে হবে। এবার ৫ বছরের মোট জমা পড়বে ১,৮০০০০ টাকা। এবার ৬.৭% সুদ অনুযায়ী আপনি আনুমানিক ৩৪,০৯৭ টাকা সুদ পাবেন।

710

সেই হিসাব ধরে, ৫ বছর শেষে আপনার হাতে আসবে মোট ২,১৪,০৯৭ টাকা। অর্থাৎ, স্বল্প টাকা সঞ্চয় করেই আপনি গড়ে তুলতে পারবেন মোটা অংকের ফান্ড, যা ভবিষ্যতকে সুরক্ষিত করবে।

810

মাঝে মাঝে যদি হঠাৎ কোনো টাকার প্রয়োজন পড়ে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই।

910

কারণ পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টে ১২টি কিস্তি জমা হয়ে গেলেই আপনি জমার ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারবেন। তবে হ্যাঁ, এই লোনে সুদের হার আরডি স্কিমের তুলনায় ২% বেশি হবে।

1010

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ শেষ হয়ে গেল আপনি আরো ৫ বছরের জন্য এই স্কিম চালাতে পারবেন। তবে বাড়ানো অ্যাকাউন্টে সুদের হার ঠিক থাকবে অ্যাকাউন্ট খোলার সময়ের মতোই।

Read more Photos on
click me!

Recommended Stories