Post Office Monthly Income Scheme: প্রত্যেকেরই চাকরি বা ব্যবসা থেকে অবসর নিতে হয়। কিন্তু কোনও কাজ না করেও প্রতি মাসে ৯০০০ টাকা পাওয়ার সুযোগ থাকলে কেমন হয়! আপনিও কি এমনটাই ভাবছেন? তাহলে এই স্কিম সম্পর্কে জেনে নিন।
এই প্রশ্ন সবার মনেই থাকে। শেয়ার বাজার, রিয়েল এস্টেট ইত্যাদি নানা বিকল্প থাকলেও, এগুলিতে কিছুটা ঝুঁকি থেকেই যায়।
27
কত বিনিয়োগে কত আয়
ঝুঁকি ছাড়াই প্রতি মাসে নির্দিষ্ট আয়ের সুযোগ করে দিচ্ছে পোস্ট অফিস। এরই অংশ হিসেবে মাসিক আয় প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্পের বিস্তারিত তথ্য জেনে নিন।
37
এই প্রকল্পে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা
এবং যৌথভাবে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। স্বামী-স্ত্রী একসাথে বিনিয়োগ করলে, মাসিক আয় প্রায় ৯২০০ টাকা পর্যন্ত হতে পারে। এই সুদ প্রতি মাসের শেষে পোস্ট অফিসের সঞ্চয়ী খাতায় জমা হয়।
MIS ৫ বছরের জন্য ৭.৪% সুদ দিচ্ছে। শেয়ার বাজারের ওঠানামা নির্বিশেষে প্রতি মাসে নির্দিষ্ট আয় পাওয়া যায়।
57
বিনিয়োগের আগে বিষয়গুলি মাথায় রাখুন
এই প্রকল্পের সুদ সরাসরি পোস্ট অফিসের সঞ্চয়ী খাতায় জমা হয়। পোস্ট অফিস ব্যাংকিং অ্যাপের মাধ্যমে UPI ব্যবহার করা যায়। এই প্রকল্পে নমিনি করার সুবিধাও রয়েছে।
67
স্থির আয়ের সুবিধা থাকলেও, কিছু সমস্যাও রয়েছে
মুদ্রাস্ফীতি এর অন্যতম। ভবিষ্যতে ৯০০০ টাকার মূল্য কমে যেতে পারে।
77
রিয়েল এস্টেট বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে
তবে ঝুঁকিও থাকে। ঝুঁকি ছাড়াই অবসরের পর মাসিক আয় চাইলে পোস্ট অফিসের প্রকল্প ভালো বিকল্প।